ওয়েবডেস্ক- আজ অপারেশন সিঁন্দুর (Operation Sindur) নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) । প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেনাকে IIndian Army) স্যালুট। দেশের ক্ষমতা সবাই দেখেছে। ভারত এত বড় সিদ্ধান্ত নেবে কেউ ভাবেনি। অসীম শৌর্য দেখিয়েছে ভারতীয় সেনা। ভারতের সেনা এজেন্সিকে ধন্যবাদ। সেনার পরাক্রম দেখেছে দেশবাসী। ভারতের শৌর্য বিক্রম সবাই দেখেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সেনা একশোর বেশি জঙ্গিকে মেরছে। জঙ্গিদের অনেক শীর্ষ নেতাদের মৃত্যু হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে গোটা দেশ একজোট হয়েছে। ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের ধর্ম জেনে খুন। তিন দিনেই পাকিস্তানকে ধবংস করেছে ভারতীয় সেনা।
আরও পড়ুন- জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, দেখুন সরাসরি
মোদি দৃঢ় কন্ঠে বলেন, সিঁদুর মোছার শাস্তি পেয়েছে জঙ্গিরা। অপারেশন সিঁন্দুর শুধু একটা নাম নয়, মা বোনদের সিঁথির সিঁদুর মুছেছিল জঙ্গিরা। অপারেশন সিঁন্দুর ন্যায়ের প্রতীক। সিঁদুর মোছারের শাস্তি পেয়েছে জঙ্গিরা।
উপত্যকার নিরীহ ধর্মস্থানে পর্যটকদের টার্গেট করেছে জঙ্গিরা। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান দিশেহারা। ভয়ঙ্কর হামলা চালিয়ে ঐক্য ভাঙার চেষ্টা করেছিল, ভারতীয় সেনা তার জবাব দিয়েছে। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে পাকিস্তান। ষড়যন্ত্র আর সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।
দেখুন ভিডিও-