লখনউ: রামের জন্ম হয়েছিল অনেক বছর আগে। তাঁর রাজত্ব শেষ হওয়ার পরেও কেটে গিয়েছে অনেক সময়। সেই স্থানে নাকি বাবরি মসজিদ নির্মাণ হয় মোঘল জমানায়। অযোধ্যায় সেই মসজিদ ভাঙা এবং নয়া মন্দির নির্মাণ শুরু হয়েছে আধুনিক যুগে। সেই কারণে রাম মন্দির নির্মাণে আধুনিকতার পাশাপাশি থাকছে ঐতিহ্যের ছোঁয়া।
অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের সূত্র উল্লেখ করে এই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। সেখানে বলা হয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিষয়ে প্রাথম মাস্টার প্ল্যান তৈরি করা হয়ে গিয়েছে। পার্কোটার বাইরে ওই মন্দির চত্বরকে সুসজ্জিত করতে বিশেষ পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন- বিডিও অফিসের বাথরুম থেকে উদ্ধার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ
ওই মন্দির চত্বরে থাকছে তীর্থযাত্রীদের থাকার জন্য বিশেষ ঘর। যেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। সেই সঙ্গে মন্দিরে মিউজিয়াম, সংরক্ষণাগার, অডিটোরিয়াম, গোশালা, যজ্ঞশালা ইত্যাদি। অযোধ্যা শহর এবং রাম মন্দিরের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে নির্মাণ করা হবে সকল স্থপতি। সার্বিক উন্নয়নের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে রাম মন্দিরের মাস্টার প্ল্যানে। মন্দির সংলগ্ন এলাকার ঐতিহ্যগুলির উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাম মন্দিরের প্রাথমিক নকশা
ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রাম মন্দির নির্মাণের বিষয়ে সম্প্রতী একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মন্দির নির্মাণের কাজ কেমন চলছে তা পরযালোচনা করতেই বৈঠক করেন রাম মন্দির ট্রাস্টের পদস্থ কর্তারা। গত মাসের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত দফায় দফায় হয়েছে বৈঠক। মাস্টার প্ল্যানের নানাবিধ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে।
আরও পড়ুন- ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শেষ হয়নি : কেন্দ্র
ট্রাস্টের কর্তাদের দাবি, নির্ধারিত সূচি মেনেই চলছে মন্দির নির্মাণের কাজ। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের মধ্যেই মন্দির সাধারণ দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এই রাম মন্দির চালু করার সঙ্গে রাজনীতির যোগ খুঁজে পেয়েছেন অনেকে। বিরোধী শিবিরের অভিযোগ, ২০২৪ সালে লোকসভা ভোট রয়েছে। সেই কারণেই ২০২৩ সালের শেষের দিকে রাম মন্দিরের প্রবেশপথ খুলে দিয়ে সুকৌশলে ভোটের রাজনীতি করতে চাইছে বিজেপি।