ওয়েবডেস্ক: কাশ্মীরের (Kashmir) বৈসারণে (Baisaran) সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত তিন জঙ্গির (Three Militant) পোস্টার লাগানো হল সোপিয়ানে। ওই জঙ্গিদের খোঁজ দিতে পারলেই ২০ লক্ষ টাকা পুরস্কার (20 lakhs prize) ঘোষণা করা হয়েছে।
এদিকে আজও উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের সোপিয়ান (Shopian)। সেনা জঙ্গি গুলি বিনিময়ে এক সন্ত্রাসী নিকেশ হয়েছে। আরও দুই জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। জানা গেছে, এক গোপন সূত্রে খবর পেয়ে সেনা অভিযান চালায়, সেই সময় চারজন জঙ্গি সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। সেনাও পাল্টা জবাব দেয়। গুলি বিনিময়ে এক জঙ্গি খতম ও বাকি দুজনকে আটক করা হয়েছে। এখনও জঙ্গি দমন অভিযান জারি আছে।
আরও পড়ুন: কাশ্মীরের সোপিয়ানে সেনাকে লক্ষ্য করে গুলি, খতম তিন জঙ্গি, আটক ২ লস্করের সদস্য
গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসারণে জঙ্গিহানার ঘটনায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক বাকি একজন ছিলেন কাশ্মীরের স্থানীয় এক যুবক। যিনি ছিলেন টাট্টু চালক। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। বিশ্ব এই ঘটনার তীব্র নিন্দা জানায়।
এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া হুঁশিয়ারি দেন সন্ত্রাসী কাজকর্ম মেনে নেবে না ভারত। এমন জবাব দেবে যা জঙ্গিরা কোনওদিন ভাবতে পারবে না। যেখানেই থাকুক না কেন, সেখান থেকে তাদে খুঁজে বের করে আনা হবে।
অভিযানে নামে ভারতীয় সেনা। সেনার তিন বিভাগকেই ফ্রি হ্যান্ড দেয় ভারত সরকার। এর পরেই অপারেশন সিঁন্দুর এয়ার স্ট্রাইক আছড়ে পড়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে। ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়, ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়। এর কুখ্যাত জঙ্গি ছিল পাঁচজন। যাদের তালিকা প্রকাশ করে ভারত। এর পর সেনার তিন বিভাগ কীভাবে অপারেশন চালানো হয়েছিল তা সবিস্তারের সাংবাদিক বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
দেখুন অন্য খবর-