কাইরলি: দুটি দোকানে জ্বলছে আগুন। সেখানেই আটকে বেশ কয়েকজন মহিলা। এক মহিলার কোলে শিশু। তা দেখেই আগুনের থেকে সেই শিশুকে উদ্ধার করে নিয়ে আসছে রাজস্থান পুলিসের কনস্টেবল নরেশ শর্মা। আর সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। তাঁর এই কাজের প্রশংসায় সবাই।
শনিবার রাজস্থানের কাইরলিতে এক শোভাযাত্রায় পাথর ছোঁড়াকে কেন্দ্র করে বিবাদ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। সেখান থেকেই ওই ঘটনা এতটাই বড় আকার ধারণ করে যে, অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাইরলিতে কার্ফু জারি করা হয়েছে।
নরেশের এই কাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা পেয়েছেন তিনি। এরপরই নরেশ বলেন, ওই শোভাযাত্রায় নিরাপত্তার দায়িত্বে তিনি সেখানে উপস্থিত ছিলেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই ঢিল ছোঁড়া শুরু হয়। ঢিলের আঘাতে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যস্থা করছিলেন তিনি। তখনই দেখেন দুটি দোকানে আগুন জ্বলছে। ঠিক তার পিছনের বাড়িতে আটকে কয়েকজন মহিলা-সহ এক শিশু। তখনই সেই শিশুকে বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়ে তাকে কোলে নিয়ে বেরিয়ে আসেন নরেশ। তাঁর এই কর্মকাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হওয়ার পরে প্রশংসার ঝাঁপি উপুড় করে দেওয়া হয়েছে তাঁর নামে। প্রাণের ঝুঁকি নিয়ে একরত্তি শিশুকে বাঁচিয়ে জনমানসে নরেশ এখন ‘হিরো’-র তকমা পেয়েছেন।
আরও পড়ুন: Petrol-Diesel Price Hike: ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানি তেলের