ওয়েব ডেস্ক: হায়দরাবাদে (Hyderabad) বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল দুই জঙ্গি। অন্ধ্রপ্রদেশ পুলিশকে (Andhra Pradesh Police) সঙ্গে নিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিল তেলঙ্গানা পুলিশ (Telangana Police)। ভিজিয়ানগরম থেকে সিরাজ এবং হায়দরাবাদ থেকে সমীর নামে ওই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই দুজনেরই ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া বা আইসিস-এর (ISIS) সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে।
বিস্ফোরণের পরিকল্পনা অনুযায়ী ভিজিয়ানগরমে বিস্ফোরক জমা করত সিরাজ। দুজনেই নিয়মিত সৌদি আরব (Saudi Arab) স্থিত আইসিস মডেল থেকে নির্দেশ পেত। সেই নির্দেশ অনুযায়ী চারমিনারের শহরে বিস্ফোরণের ছক কষেছিল তারা। তবে দুই রাজ্যের পুলিশের তৎপরতায় এখন দুজনেই হেফাজতে। অন্ধ্রপ্রদেশ পুলিশের সহায়তায় তেলঙ্গানার কাউন্টার-ইন্টেলিজেন্স শাখার এই কীর্তি প্রশংসা পাচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার যুবক
২২ এপ্রিল পহেলগাম হামলার পর থেকেই কড়া হয়েছে ভারত। দেশের অভ্যন্তরে চলছে চিরুনি তল্লাশি। পাক গুপ্তচর সংস্থা, জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে শেহজাদ নামে আইএসআই-এর ঘনিষ্ঠ এক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে। এমনকী কয়েকজন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীরাও ধরা পড়েছে।
শুক্রবার পাঞ্জাবের ১৫টি স্থানে অভিযান চালিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ, যে জায়গাগুলি গ্যাংস্টার হ্যাপি প্যাসিয়ানের সঙ্গে সম্পর্কযুক্ত। গত বছরের ডিসেম্বরে গুরুদাসপুর জেলার একটি পুলিশ স্টেশনে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত পাকিস্তান-ভিত্তিক খলিস্তানি জঙ্গি হরবিন্দর সিং ওরফে রিন্ডার সঙ্গে যোগাযোগ রয়েছে এই হ্যাপিত।
দেখুন অন্য খবর: