ওয়েবডেস্ক-সিকিমের (Sikkim) ৫০ তম প্রতিষ্ঠা দিবসে (Sikkim Statehood Day) যোগ দিতে গ্যাংটক (Gantok) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। প্রধানমন্ত্রীর সিকিম সফর নিশিন্ত করেছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Chief Minister Prem Singh Tamang) জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পালজোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রায় ১ লক্ষ মানুষ। আগে মানন কেন্দ্রে অনুষ্ঠানের পরিকল্পনা হয়েছিল, কিন্ত সেই জায়গায় এত মানুষের ভিড় সামলানো সম্ভব নয়। তাই অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। শনিবারই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান প্রশাসক-কাম-মন্ত্রিপরিষদ সচিব ভিবি পাঠক এবং মুখ্য সচিব আর তেলাং।
আরও পড়ুন- সিকিমের ৫০ তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে গ্যাংটক আসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরসূচি একনজরে-আগামী ২৯ মে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রীর কর্মসূচি রওনা দেবেন ২৯ মে। সকাল ১০টা বাগডোগরা এয়ারপোর্ট। ১০.৪৫ গ্যাংটক। দুপুর ১ টায় গ্যাংটক থেকে আলিপুরদুয়ার হেলিকপ্টার। ২.০৫ এ আলিপুর দুয়ার হেলিপ্যাড । দুপুর ২.১০ সড়কপথে আলিপুরদুয়ার থেকে ২.১৫ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড। ২.১৫ কেন্দ্রীয় প্রকল্কের উদ্বোধন। ২.৫০ সড়ক পথে এসে ২.৫৫ মাঠে জনসমাবেশ। তিনটে থেকে ৩.৪৫ জনসমাবেশ। ৩.৫০ আলিপুর হেলিপ্যাড। ৪.২০ হাসিমারা এয়ার পোর্ট।
প্রধানমন্ত্রীর এই সিকিম সফর ঘিরে একাধিক প্রত্যাশার জাল বুনছে সিকিমবাসী। এর মধ্যে রয়েছে ৩৭১এফ ধারা রক্ষা, সিকিমের ১২টি বাদ পড়া সম্প্রদায়কে উপজাতি মর্যাদার আওতায় অন্তর্ভুক্ত করা, রাজ্য বিধানসভায় পৃথক লিম্বু-তামাং আসনের দাবি, অন্যান্য রাজনৈতিক বিষয়। সাম্প্রতিক হিমবাহ বিস্ফোরণের বন্যার (GLOF) ফলে উত্তর সিকিম থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত জাতীয় মহাসড়ক ১০-ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্নির্মাণের বিষয়টিও প্রধানমন্ত্রীকে জানানো হবে, এমনটাই জানিয়েছেন বিজেপি সভাপতি ডি আর থাপা।
দেখুন আরও খবর-