দিল্লি: আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। টোকিও অলিম্পিকে মোট ১১৮ জন ভারতীয় অ্যাথলিট দেশের হয়ে খেলবেন। এই অ্যাথলেটদেরই মনোবল বাড়াতেই মঙ্গলবার বিকাল ৫ টায় ভিডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার সকালে একটি ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আজ সন্ধ্যা ৫ টায়, অলিম্পিকের অ্যাথলেট যারা ভারতের প্রতিনিধিত্ব করবেন তাঁদের সঙ্গে কথা বলব। তাঁদের প্রত্যেকের একটি অনুপ্রেরণামূলক জীবন যাত্রা রয়েছে এবং আমি নিশ্চিত তাঁরা সেটি ভাগ করে নেবে।’ এছাড়াও তিনি সকলকে এই ভার্চুয়াল কনফারেন্স দেখার জন্যও আহ্বান করেছেন। এই ট্যুইটে তিনি #cheer4India ও ব্যবহার করেছে।
অলিম্পিকে ভারতীয় অ্যাথলেটদের উৎসাহ প্রদানের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি #Cheer4India টি ব্যবহার করেছেন। ২০১৬ এর রিও অলিম্পিকে ১১৭ জন ভারতীয় অ্যাথলিট পৌঁছেছিলেন। তবে, সেই বছর ২০১২ সালের লন্ডন গেমসের মত ভালো ফলাফল হয়নি। এবার ভারতীয় অ্যাথলিটরা টোকিও অলিম্পিকে লন্ডনের থেকেও ভালো ফলাফলের আশা করছেন। সেই কারণেই গত ২৭ জুন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এই #Cheer4India ক্যাম্পেন শুরু করেছেন। এই হ্যাশট্যাগের মাধ্যমেই সকলে অ্যাথলেটদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং মনোবল বাড়াচ্ছেন।