বারাণসী: আগামী বছর উত্তরপ্রদেশে ভোট৷ যোগী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলের ভিতরেই একাধিক প্রশ্ন৷ ব্লক, পঞ্চায়েত ভোটে ভাল ফল অবশ্য যোগীকে সার্টিফিকেট দিয়েছেন মোদি৷ বৃহস্পতিবার নিজের কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷ কারণ, আন্তর্জাতিক কো-অপারেশন, কনভেনশন সেন্টার সহ মোট ৭৭টি প্রকল্পের উদ্বোধন করবেন। মোট বরাদ্দ ১৫০০ কোটি টাকা৷ সকাল ১১টা থেকেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
আরও পড়ুন: মোদি রাজ্যে আদিবাসী মহিলাকে উলঙ্গ করে ঘোরানো হল
বুধবার রাতে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “আগামী প্রজন্মের জন্য আরও উন্নত কাশী শহরকে তৈরি করাই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই জল জীবন যোজনার অধীনে গ্রামীণ প্রকল্প, আম ও সবজির প্যাক হাউসের উদ্বোধন করা হবে কারখিয়াওয়ে।”
আরও পড়ুন: চিন ইস্যুতে কথা বলতে বাধা, প্রতিরক্ষা কমিটির বৈঠক ছাড়লেন রাহুল