ওয়েব ডেস্ক: বিদেশ সফরেও বিহারের বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) প্রচার সেরে ফেললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)? সম্প্রতি প্রধানমন্ত্রীর এক বক্তব্যকে ঘিরে সেই বিতর্কের জন্ম দিয়েছে। আসলে বৃহস্পতিবার ঘানা সফর শেষ করে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ এবং টোবাগোয় (Trinidad And Tobago) পৌঁছে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রীকে ‘বিহার কি বেটি’ বলে সম্বোধন করলেন মোদি।
ত্রিনিদাদে পা রেখেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মোদি। পোর্ট অফ স্পেন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসর (Kamla Persad-Bissessar) এবং একাধিক মন্ত্রী। পরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মোদি বলেন, “কমলাজির পূর্বপুরুষরা বিহারের বক্সারের বাসিন্দা ছিলেন। তাই তাঁকে সবাই ‘বিহার কি বেটি’ বলেই ডাকেন। কমলাজি নিজেও বিহারে গিয়েছেন। এখানে বসে থাকা অনেকেরই শিকড় বিহার বা ভারতের মাটিতে।”
আরও পড়ুন: এক ফ্রেমে দুই পলাতক! এবার মালিয়ার সুরে সুর মেলালেন ললিত মোদি
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে প্রবাসী ভারতীয়দের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিশেষ করে ভোজপুরি চৌতাল পরিবেশনার মাধ্যমে তাঁকে স্বাগত জানানোর ঘটনাটি ছিল চোখে পড়ার মতো। সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে মোদি লেখেন, “ত্রিনিদাদ এবং টোব্যাগোর সঙ্গে ভারতের, বিশেষত বিহার এবং উত্তরপ্রদেশের আত্মিক সম্পর্ক রয়েছে।”
#WATCH | Trinidad and Tobago | Addressing the Indian community, PM Modi says, “OCI cards will now be given to the 6th generation of the Indian diaspora in Trinidad and Tobago… We are not just connected by blood or surname, we are connected by belonging. India looks out to you… pic.twitter.com/hBU8tqCb9c
— ANI (@ANI) July 4, 2025
উল্লেখযোগ্যভাবে, এদিন ত্রিনিদাদ সফরে রামমন্দির প্রসঙ্গও তোলেন মোদি। জানান, ত্রিনিদাদ থেকে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সময়ে ভক্তিভরে সরযূ নদীর জল পাঠানো হয়েছিল। সেই আবেগকে সম্মান জানিয়ে তিনি ত্রিনিদাদে রামমন্দিরের একটি প্রতিরূপ এবং সরযূ জল উপহার হিসেবে এনেছেন।
দেখুন আরও খবর: