নয়াদিল্লি: তালিবান ইস্যুতে কী অবস্থান নেবে ভারত, তা এখন স্পষ্ট করেনি নয়াদিল্লি। পড়শি দেশের মধ্যে চীন, পাকিস্থান তালিবান সরকার গঠনের গোটা প্রক্রিয়ায় প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে। রাশিয়া এখনও তালিবান নিয়ে অবস্থান প্রকাশ্যে ঘোষণা করেনি।
এই পরিস্থিতিতে আজ, শুক্রবার একমঞ্চে ভারত, চীন, রাশিয়া, পাকিস্থান সহ ৮টি দেশ। এ দিন তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে ভিডিও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের মূল বিষয় হতে পারে আফগানিস্তান ইস্যু।
আরও পড়ুন: পাকিস্তান-তালিবান আরও কাছাকাছি, কাবুলে নামল প্রথম পাক যাত্রিবাহী বিমান
ভৌগোলিকভাবে তাজিকিস্তান আফগানিস্তানের প্রতিবেশী। ফলে এই বৈঠকে গোটা অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এসসিও সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ভারত এসসিওর পূর্ণাঙ্গ সদস্য হিসেবে চতুর্থ সম্মেলনে যোগ দিচ্ছে।
এসসিও সম্মেলনে সংগঠনের সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র, এসসিওর মহাসচিব, আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামোর নির্বাহী পরিচালক, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। রাশিয়ার নেতৃত্বাধীন কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) আফগানিস্তান বিষয়ে একটি বৈঠকেও আজ যোগ দেবেন জয়শঙ্কর।
আরও পড়ুন: লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে চীনের সঙ্গে বৈঠক এস জয়শঙ্করের
চীনের বিদেশমন্ত্রক সূত্রে খবর, দেশের প্রধান জিনপিংও ভার্চুয়ালি উপস্থিত থাকছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, রাশিয়ার প্রধান ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য দেশগুলোর প্রধানরা বৈঠকে অংশ নিতে তাজাকিস্তান গিয়েছেন। শুধু ভারত আর চীন থাকছে ভার্চুয়ালি।
বার্ষিক এই সম্মেলনের মূল উদ্দেশ্যই হল রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, বাণিজ্য, সংস্কৃতির মতো ইস্যুগুলি নিয়ে দেশগুলোর মধ্যে আলোচনা। আফগানিস্তানে সরকার পরিবর্তনের পর গত দু’মাসে বেশ কয়েকবার বৈঠক হয়েছে প্রতিবেশী দেশগুলির মধ্যে। জঙ্গি বিরোধী পদক্ষেপ কী হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতেই সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে।
আরও পড়ুন: আফগানস্থিত মাদক-সন্ত্রাস প্রসঙ্গে বন্ধু পুতিনকে নিজ পক্ষে রাখতে ফের কথা ভারত-রাশিয়ার