ওয়েব ডেস্ক: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর সোমবার প্রথমবার জাতীর উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরের দিনই পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে দেখা করেন তিনি। দেনার অবদানকে স্যালুট জানান প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। মোদি বলেন, জঙ্গিরা পাকিস্তানে আর লুকানোর জায়গা পাবে না। যতবার পাকিস্তানে আশ্রয় নিতে যাবে জঙ্গিরা, ততবার পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মেরে আসবে ভারত।
মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে (Narendra Modi Visits Adampur Air Base) গেলেন প্রধানমন্ত্রী। দেখা করলেন বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন। সাধুবাদ জানালেন ‘অপারেশন সিঁদুরের’ জন্য। আদমপুর বায়ু সেনাঘাঁটিতে গিয়ে জওয়ানদের মোদির অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন মোদি। তিনি লেখেন, “আজ সকালে আমি গিয়েছিলাম আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে। বীর সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছি। আদমপুরে দাঁড়িয়েই সেনার উদ্দেশে দীর্ঘ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকেই তুলে ধরেছেন। বায়ুসেনা, নৌসেনা এবং স্থলবাহিনীর উদ্দেশে মোদির বক্তব্য, অপারেশন সিঁদুরের আওয়াজ শত্রুদের কানে বাজছে। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছেছে, ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে। জঙ্গিরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী, সেখানে গিয়ে তাদের শেষ করেছে।
আরও পড়ুন: অপারেশন কেল্লারের Exclusive Vedio , দেখুন এই ভিডিও
তিনি আরও বলেন, জঙ্গিদের ন’টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আমাদের সেনা। ১০০ জনের বেশি জঙ্গিকে শেষ করেছেন। পাকিস্তান সেনাকেও যোগ্য জবাব দেওয়া হয়েছে বলে আদমপুরের সেনাঘাঁটি থেকে জানালেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারতীয় সেনা, বায়ুসেনা আর নৌসেনা পাকিস্তানি সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছে, যে পাক বাহিনীর উপর নির্ভর করত এই জঙ্গিরা। আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, জঙ্গিরা যেখানে বসে নিশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। আমাদের ড্রোন, ক্ষেপণাস্ত্রের চিন্তায় ওদের ঘুম উড়েছে। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, ভারতের দুর্ভেদ্য বায়ুসেনার কাছে পাকিস্তানের যাবতীয় আক্রমণ আটকে গিয়েছে।
#WATCH | At the Adampur Air Base, PM Narendra Modi says “…Hum ghar mein ghus kar maarenge aur bachne ka ek mauka tak nahi denge…”
He says “The Indian Army, Indian Air Force and Indian Navy have defeated the Pakistani Army on which these terrorists were relying. There is no… pic.twitter.com/4vgoTAfX27
— ANI (@ANI) May 13, 2025
দেখুন ভিডিও