নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশে চরমে ওঠে অক্সিজেন সঙ্কট৷ শুধুমাত্র শ্বাসবায়ুর অভাবে বহু মানুষের মৃত্যু হয় হাসপাতালে৷ এ জন্য সমালোচিত হতে হয় মোদি সরকারকে৷ করোনার দ্বিতীয় ঢেউ এখন স্তিমিত৷ কিন্তু চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ৷ আগের বারের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে তাই এখন থেকে প্রস্তুতিতে নেমে পড়ল কেন্দ্র৷ অক্সিজেন জোগান স্বাভাবিক রাখতে ১৫০০ অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে দেশে৷ এমনটাই জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷
আরও পড়ুন: ডিউটি আওয়ার্সে বদল আনছে রেলমন্ত্রক
শুক্রবার অক্সিজেন সরবরাহ নিয়ে রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, ১৫০০ অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে দেশে৷ প্ল্যান্টগুলি পুরোদমে চালু হলে চার লক্ষের বেশি হাসপাতাল শয্যায় অক্সিজেন সরবরাহ করা যাবে৷ এই প্লান্টগুলি যাতে দ্রুত কার্যকর করা যায় সেই নির্দেশ আধিকারিকদের দেন প্রধানমন্ত্রী৷
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ‘স্বেচ্ছায়’ আটকে রেখেছে গোপনীয়তা নীতি
করোনা মোকাবিলায় গত বছর PM CARES তহবিল তৈরির ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি৷ সেই তহবিল থেকে ১৫০০ পিএসএ মেডিক্যাল অক্সিজেন প্লান্ট তৈরি করা হচ্ছে৷ তবে অত্যাধুনিক প্লান্টগুলি চালাতে প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণের৷ হাসপাতাল কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী৷ অক্সিজেন প্লান্টগুলি কার্যকারিতা ঠিক রাখতে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দেন মোদি৷