ওয়েবডেস্ক: ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর অপারেশন সিঁদুরে (Operation Sindoor) উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। তবু ড্রোন, মিসাইল হামলা করেই চলেছে পাকিস্তান। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের অপচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে। নির্বিচারে সাধারণ মানুষকে টার্গেট করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের এক সরকারি আধিকারিক, দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে পাকিস্তানের ওই হামলায়। ভারতের বিভিন্ন সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। তবু শিক্ষা হয়নি। এই প্রেক্ষিতে শনিবার জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
দেশ তাকিয়ে রয়েছে এই বৈঠকের দিকে। এরপর কি পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার সবুজ সঙ্কেত তিন বাহিনীকে দেওয়া হবে? ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করা হামলার চেষ্টার কঠোর জবাব দেওয়া হোক পাকস্তানকে। অপরাশেন সিঁদুরের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এদিনও ফের বৈঠকে বসেন তিনি।
আরও পড়ুন: বাড়ির এলাকায় কিছু পড়ে থাকলে হাত দেবেন না, বার্তা প্রশাসনের
দেখুন অন্য খবর: