কলকাতা: পিএম কেয়ার্স ফান্ড (PM Cares Fund) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য জন্য ২০২০ সালে এই ফান্ড গঠন করা হয়েছিল। তার পর থেকে একাধিক বার প্রশ্নের মুখে পড়েছিল পিএম কেয়ার্স ফান্ড (PM Cares Fund)। এ বার এই তহবিল নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমো বলেন, ‘পিএম কেয়ার্স ফান্ড শতাব্দীর সবচেয়ে বড় কেলেঙ্কারি। মোদি সরকার পিএম কেয়ার্স ফান্ডে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে। সরকার কেন এই ফান্ডের অডিট করে না, এটা তো জনগণের টাকা। অনেক সরকারি কর্মী এবং নানা সংস্থা এই ফান্ডে টাকা দিয়েছেন। তাদের জানার অধিকার রয়েছে এই ফান্ডের টাকা কীভাবে ব্যবহার করা হয়েছে।’
বিরোধী শাসিত রাজ্যগুলিকে চাপে রাখার জন্য মোদি সরকার অন্যতম বড় অস্ত্র ইডি-সিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। এর আগে একাধিক বার এমন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিএম কেয়ার্স ফান্ড নিয়ে মমতার প্রশ্ন, কেন এই তহবিলের টাকার উৎস ও ব্যবহার নিয়ে কোনও অডিট হয় না? হিউম্যান রাইটস, সিবিআই, ইডি সহ অন্য সংস্থাগুলি এই ফান্ড নিয়ে নীরব বলে অভিযোগ করেন মমতা।
আরও পড়ুন: TMC slams BJP: ‘সেন্সরশিপ চলছে, বিজেপির শাসনে সংসদ ভবন যেন কালো অন্ধকার কুঠুরি’, তোপ তৃণমূলের
দেশের স্বাস্থ্য পরিকাঠামো এবং প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে ২০২০ সালের ২৭ মার্চ পিএম কেয়ার্স ফান্ড তৈরি করে কেন্দ্রীয় সরকার। আইনানুযায়ী এটি একটি চ্যারিটেবল ট্রাস্টের অন্তর্গত৷ এই তহবিল একজন অডিটর দেখভাল করে থাকেন৷ যিনি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ) প্রস্তুত প্যানেলের একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। যে কেউ এই ফান্ডে টাকা জমা দিতে পারেন। এই তহবিল আরটিআইয়ের আওতায় আসে না।
PM CARES is the biggest SCAM of this era! But there is no audit, CBI, ED probe. WHY? pic.twitter.com/ErMJbIy8S4
— All India Trinamool Congress (@AITCofficial) December 2, 2021
অনলাইন পেমেন্ট, চেক বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পিএম কেয়ার্স ফান্ডে টাকা জমা দেওয়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই তহবিল দেখভাল করেন।
আরও পড়ুন: Mamata Mumbai Mission: ইউপিএ বলে কিছু নেই, আরব সাগরে ঢেউ তুললেন মমতা