ছবি দেখে যতটা বোঝা যাচ্ছে, একজন মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি এবং সঙ্গে বোরখা পরা একজন মহিলা । দু’জনের গলায় মালা । দাবি করা হচ্ছে, লোকটি তার ৯ বছরের মেয়েকে বিয়ে করেছেন । ‘@rakesh_bstpyp’ নামক একটি টুইট অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়েছে । এই ব্যবহারকারী নিজেকে একটি সংবাদপত্রের সম্পাদক হিসেবে দাবিও করেছেন । যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল । মুছে ফেলার আগে টুইটটি ১৩০০টিরও বেশি রিটুইট হয়েছে ৷
ললিতা ঠাকুর নামে এক জন সেই ছবি রিটুইট করেছেন । যিনি নিজেকে এক জন মোদি সমর্থক বলে দাবি করেছেন । ক্যাপশনে লেখা হয়েছে, মুসলিম এবং হিন্দুদের মধ্যে তুলনার কথা । বোঝানোর চেষ্টা করা হয়েছে, মুসলিম পুরুষরা নাবালিকা মেয়েদের বিয়ে করেন ৷ অন্যদিকে, হিন্দুরা নাবালিকা মেয়েদেরকে দেবতা মনে করেন । (প্রসঙ্গত, কুমারি পুজোর কথা বোঝানো হয়েছে) ৷
আরও পড়ুন: প্রেম থেকে সহবাস, প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় আত্মঘাতী প্রেমিকা
একটি বেসরকারি সংবাদ মাধ্যম, এই ছবির সত্যতা যাচাই করেছে ৷ দেখা গিয়েছে, আগেরও এমন ছবি ভাইরাল হয়েছিল ৷ সে সময় দাবি করা পাকিস্তানের এক এক মৌলবি তাঁর মেয়েকে বিয়ে করেছেন ৷
অনুসন্ধানের ফলে সামনে আসে সত্যটি ৷ জানা গিয়েছে, ২০১৮ সালের ছবি এটা ৷ সে সময় ২৩ সেপ্টেম্বর ছবিটা পোস্ট করা হয়েছিল ৷ বাবা এবং মেয়ে তাদের সম্পর্কের স্মৃতি ধরে রাখার জন্য সেই ছবি তুলেছিলেন ৷ বেশ কয়েক বার এমন আরও ছবি পোস্ট করা হয় ৷ শুধু তাই নয়, স্মৃতি তুলে ধরতে মা-ছেলে, বাবা-মেয়ে-র এমন অনেক ছবিই দেখা গিয়েছে ৷
আরও পড়ুন: রাইস কুকারকে বিয়ে করে চার দিনের মধ্যে ডিভোর্স দিলেন যুবক, কেন?