Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
ইয়ে হাথ মুঝে দে…ঠাকুর!
শুভেন্দু ঘোষ Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১, ০৫:১৭:১৪ পিএম
  • / ৪৫২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

আবার অতি অল্প হইল। পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি কেমন যেন গা-সওয়া হয়ে যাচ্ছে। শুধু গা জ্বলে যাচ্ছে বাজারে ঢুকলে। সবজি, মাছ, সব কিছুরই নিত্য তাপমাত্রা বাড়ছে। শুধু নিম্নবিত্ত বা মধ্যবিত্তরাই নন, বিপদে পড়েছেন সবজি বিক্রেতারাও। পাইকারি বাজারের পারদ চড়ার দরুন তাঁরাও সেইভাবে খরিদ করতে পারছেন না। ফলে, বড় বিক্রেতারা আরও চড়া দাম হাঁকাচ্ছেন। এর সঙ্গে বিষফোঁড়ার মতো টনটন করছে কালীপুজোর চাঁদা। সব মিলিয়ে, মানুষের জীবনে এক অমাবস্যার কাল নেমে এসেছে।

পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিতে বাজারে কী কী প্রভাব পড়ে, তা এখন সকলেই জানেন। কিন্তু, প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি অসুরের মতো দাপাদাপি করে চলেছে ভোট বৈতরণী পার হতে। বিশেষত, উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া বাহিনী। তাই আপাতত দেশ গোল্লায় যাক, জিতটাই ওদের কাছে মুখ্য। তাই রঘু ডাকাতের মতো জনগণকে লুট করে চলেছে বিজেপি সরকার। গোটা দেশ যখন দ্রব্যমূল্য বৃদ্ধির আগুনে জ্বলছে, তখন আমাদের প্রধানমন্ত্রী প্রমোদভ্রমণে বেরিয়েছেন। স্বাভাবিক এবং জানা কথা যে, এই ‘ভরসাফূর্তি’ উৎসবে ‘শোলে’ সিনেমার মতো ডায়ালগ শোনা যাবে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত বলে উঠবে ‘লোহে লোহে কো কাটতা হ্যায়’। আর চীনকে বলবে কিন্তু, ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে’। কিন্তু, দেশবাসী জানে, ‘ইয়ে হাত…ফাঁসি কা ফান্দা হ্যায়।’ আশ্বাসের বরাভয় নয়। তাই জি ২০ হোক বা পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হোক, সবখানেই ‘সবকা বিকাশ’এর প্রতিধ্বনি শোনা যাবে। অন্যদিকে, জনগণের পকেট ফাঁক হয়ে যাচ্ছে।

বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ বা পৃথিবীর বায়ুস্তরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি রোধে এই সম্মেলন হয়ে চলেছে। কিন্তু, প্রতিছরই দূষণের মাত্রা ও গড় উত্তাপ বেড়েই চলেছে। তাই এই বছরের সম্মেলনের লক্ষ্য ২০৫০ সালের মধ্যে শূন্য-দূষণে নিয়ে যাওয়া। অর্থাৎ, কাঁঠালের আমসত্ত্ব তৈরির শপথ গ্রহণ।
একথা ঠিক যে, এই কাজে ভারতের বিশেষ ভূমিকা রয়েছে। বিশ্বের বাজারে ভারতের রাজনৈতিক ব্যাপারির গুরুত্ব রয়েছে। কিন্তু, দেশের মানুষের বুকের উপর পা রেখে নতুন আলো জ্বালানোর নামে ঘরে আগুন লাগানোর কারণ কী? কারণ নাকি টিকাকরণ!

কোভিড এখন দেশীয় হিতোপদেশের নয়া কুমির ছানা। কিছু হলে একটি ছানাকেই বের করে চলেছে শিয়াল। আসলে সরকার স্বীকার করছে না, রাজস্ব ভাণ্ডারের এখন ভাঁড়ে মা ভবানী দশা। কিন্তু, কেন এমন হল? বৃহৎ পুঁজিপতি, শিল্পপতিদের অকাতরে ঋণদান ও তার সুদ আদায়ে কি ব্যর্থ রাষ্ট্র? এর উত্তর চাওয়া উচিত সরকারের কাছে। হাজার হাজার কোটির ঋণখেলাপিদের কাছ থেকে ‘আসল’ উদ্ধারে কি কোনও অজ্ঞাত গভীর সম্পর্ক কাজ করছে? আসন্ন শীত অধিবেশনে কি এ প্রশ্নগুলি উঠবে! মোট কত টাকার ঋণ বাজারে ছাড়া রয়েছে সরকারের। আর তার কতটুকু আদায় হয়েছে, এর হিসাব চাইতে হবে। ব্যবসায়ীরা সরকারি ঋণ নিয়ে ব্যবসা করে পুঁজি বাড়িয়ে চলেছেন। কিন্তু সরকার যদি হরিশচন্দ্রের মতো দানখয়রাত চালিয়ে যায়, তাহলে কোষাগারের হাঁড়ির হাল তো হবেই। উপরন্তু, বেসরকারি তেল কোম্পানিকে লালে লাল করে দেওয়ার গুপ্ত অভিলাষ সম্পর্কে জবাবদিহি চাওয়ার একটাও ‘বিবেক’ কি সংসদের দুই কক্ষেই নেই!

সে কারণেই প্রত্যক্ষ রাজস্ব আদায়ের সহজ পথ ধরে নিয়েছে সরকার। ফেল কড়ি মাখো তেল নীতিতে চলছে দিন আনি দিন খাই সরকার। মোদিজি জানেন, দু’একটা অবরোধ, কুশপুতুল দাহতে তাঁদের গদিতে আগুন লাগবে না। আঞ্চলিক দলের বিভক্ত রাজনীতির রমরমা যতদিন জোরাল থাকবে, ততই বিজেপির সদর দরজায় সিদ্ধিদাতা বিরাজমান থাকবেন। এই অবস্থায় চাই, দেশব্যাপী এক সর্বগ্রাসী আন্দোলন। মনে রাখতে হবে, ধর্মীয় বিভাজনের রাজনীতি বিজেপির ছদ্মবেশ মাত্র। বিরোধীরা ওটা ছেঁড়াছেঁড়িতে যত ব্যস্ত থাকবে, ততই মোদি-শাহের মঙ্গল। আসলটা হচ্ছে, সকলের অজ্ঞাতসারে অর্থনৈতিক বিভাজন তৈরি করা। এই বিভাজন যত দৃঢ় হবে, ততই শাসকের রাজদণ্ড মজবুত হবে এবং কার্যত বিরোধীদের হারমোনিয়াম-তবলা বিকল হবে। একথা ঠিক যে, এখন আর জয়প্রকাশ নারায়ণের মতো নেতা নেই এদেশে। তাই বলে কোনও প্রতিবাদ হবে না! গণতন্ত্র বলে কি গণকণ্ঠ বোবা হয়েই থেকে যাবে? একজন নেতাও কি নেই, যিনি ডাক দেবেন, ‘ইয়ে হাথ মুঝে দে দে ঠাকুর’।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ম্যান সিটির জয়, বিধ্বংসী অ্যাস্টন ভিলা  
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে আগামিকালই ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
উপস্থিত বুদ্ধির জেরে বিহারে বড়সড় রেল দুর্ঘটনা আটকালেন দুই লোকো পাইলট
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মেহনতি মানুষের সমর্থন ফিরে পেতে চায় রবিবারের ব্রিগেড
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
কোন পথে বামেদের মিছিল? দেখুন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ভাগ্যের দরজা খুলবে কার, কে পাবেন সুখবর?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বৃষ্টির নামগন্ধ নেই! গরমে হাঁসফাঁস শহর, জানুন আবহাওয়ার আপডেট
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বিগ্রেডের আগে কলকাতায় কী অবস্থা দেখুন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আজ বামেদের ব্রিগেড সমাবেশ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
স্বপ্ন পূরণের তালিকা নাম লেখালেন বাংলার অর্চিষ্মান
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
২১ জুলাই ইডেনে কেকেআর এর ম্যাচ, কতক্ষণ চলবে মেট্রো?
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
‘সবার উপরে সংবিধান’, ধনখড়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদে কত বাড়ি ক্ষতিগ্রস্ত? দ্রুত সমীক্ষার কাজ শেষ করার নির্দেশ মুখ্য সচিবের
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
বেআইনি বালি খাদান, জলা জমি ভরাট নিয়ে কড়া অবস্থান নবান্নর
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team