ওয়েবডেস্ক: ‘স্যার আমি বোকা হব’। বীরভূমের (Birbhum) লাভপুরে সেই ছেলেটির কথা মনে পড়ে? যখন স্কুলের ক্লাসে সবাই বলেছিল বড় হয়ে তারা কত বড় হতে চায় সে কথা। গ্রাম্য এলাকার সেই স্কুল ছাত্র রিকের (Rik) বড় হয়ে হওয়ার ইচ্ছা নাড়িয়ে দিয়েছিল। সমাজকে। চমকে দিয়েছিল। ছেলেটি বলেছিল স্যার বোকা হলে আমি তো কাউকে ঠকাব না। ঠিক এরকমই স্রোতের বিপরীতে হাঁটা এক স্কুল ছাত্রের পরিবারের ঘটনা ভাবিয়েছে। কত দুঃখের অবসান হতে পারে এমনটা হলে। এই মাসেই কর্ণাটক (Karnataka) বোর্ডে মাধ্যমিকের সমতুল পরীক্ষায় অভিষেক চোলাচাগুড্ডা (Abhishek Cholachagudda) ৬টি বিষয়ে ফেল করে। ৬০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর পেয়েছে। বাগালকোটের বাসবেশ্বর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র সে। বন্ধুরা অনেকে তাকে মাত্র ৩২ শতাংশ নম্বর পাওয়ার জন্য কটাক্ষ করে। তার বাবা ইয়েলাপ্পা চোলাচাগুড্ডা সিদ্ধান্ত নেয়, ছেলের মনোবল বাড়াতে ফেল করাকে উদযাপন করবেন। অনেককে নিমন্ত্রণ করে কেক কেটে অনুষ্ঠান করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ঘটনা। কতজন ফেল করায় জীবনের ইতি টানার মতো ঘটনাও ঘটান। নতুন করে জীবনী শক্তি দেবে এই ঘটনা।
বাবা ইয়েলাপ্পার কথায়, আমার ছেলে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। জীবনে হয়নি। আমি খুব খুশি যে সে ২০০ নম্বর পেয়েছে। আমি তাকে বার্তা দিতে চেয়েছি সমগ্র পরিবার তার সঙ্গে রয়েছে। ছেলের প্রাপ্ত স্কোর লিখে দুটি কেক নিয়ে এসেছি। অভিষেক জানিয়েছে, তার পরিবারের এই শক্তিশালী সাপোর্টের জন্য সে খুব খুশি। তার বক্তব্য়, আমি ফের পরীক্ষায় বসব। যদি ফের ফেল করি। জীবনে অ্যাচিভমেন্ট না করা পর্যন্ত থামব না।
আরও পড়ুন: বাড়িতে সিসিটিভি বসানো নিয়ে ‘সুপ্রিম’ রায় দিল কোর্ট
অভিষেকের বাবা আরও জানিয়েছেন, তাঁর ছেলের ১ বছর বয়সে পা পুড়ে গিয়েছিল। সেসময় আতঙ্কে তার স্মৃতিশক্তি লোপ পায়।
দেখুন অন্য খবর: