ওয়েবডেস্ক: ভারত (India) যখন পাকিস্তানের (Pakistan) হামলার চরম প্রত্যাঘাত করছে, ঠিক তখনই ভারতের আকাশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের ফাইটার জেট (Pakistan’s fighter jet)। কিন্তু পাকিস্তানকে কোনও সুযোগ না দিয়েই পাল্টা জবাব দিল ভারত।
পাক অধিকৃত কাশ্মীর জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা বাহিনী। জেএফ-১৭ যুদ্ধবিমান গুলি করে ভূপতিত করা হয়েছে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। পুলওয়ামার পাম্পোরে এই ঘটনা ঘটেছে বলেই জানা গেছে।
পহেলগাম হামলার (Pahalgam) পর থেকেও কোন শোধরানোর মনোভাব দেখা যায়নি পাকিস্তানের মধ্যে। নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে গোলাগুলি চালিয়ে গেছে। রাত হলেই গোলাগুলি শুরু করে দিচ্ছে। বুধবারেও একইভাবে পাকিস্তান পুঞ্চ-রাজৌরি অঞ্চলের ভিম্বর গলিতে নিয়ন্ত্রণ রেখা গোলাবর্ষণ চালিয়ে গেছে। আর বুধবার ভোর রাতের দিকে চরম জবাব দিল ভারত।
আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ পাকিস্তানের কোন কোন জায়গায় ভারতের অ্যাটাক?
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের (Pok) একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের বাহিনী। পহেলগাম কাণ্ডের প্রত্যঘাত, অপারেশন সিঁন্দুর (Operation Sindoor) । ভারতীয় সেনার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মোট ৯ জায়গায় আঘাত হেনেছে ভারতীয় সেনা।
ভারতীয় বাহিনীর এই প্রত্যাঘাত, প্রিসিশন স্ট্রাইক সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। কোনও পাকিস্তানি সেনা কাঠামোকে নিশানা করে বানানো হয়নি। উত্তেজনা বৃদ্ধি করা আমাদের লক্ষ্য নয়। পাকিস্তানের পাল্টা হামলা আটকাতে এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defense system) চালু করে দিয়েছে ভারত। ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ন্যায়বিচার মিলল। জয়হিন্দ।
বুধবার পাক সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পাকিস্তানের মোট ৬ টি জায়গায় ২৪টি আঘাত হানা হয়েছে। এই আঘাতে ৮ জন পাকিস্তানি শহিদ হয়েছেন, আহত ৩৫ জন, নিখোঁজ দুজন। বিবৃতিতে দাবি, পঞ্জাব প্রদেশের একটি মসজিদে হামলার ফলে এক তিনবছরের শিশুকন্যা মারা গিয়েছে।
দেখুন আরও খবর-