ওয়েবডেস্ক- লজ্জা নেই পাকিস্তানের (Pakistan)। ‘অপারেশন সিঁন্দুরের’ (Operation Sindoor) পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর (LOC) পাকিস্তানের গোলাগুলিতে শহিদ হলেন ল্যান্স নায়েক দীনেশ কুমার (Lance Naik Dineh Kumar) শহিদ জওয়ান ভারতীয় সেনা পঞ্চম ফিল্ড রেজিমেন্ট।
বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানের ভারী গোলাবর্ষণের সময় নিহত হন তিনি।
সীমান্তে অভিযান তদারকিকারী হোয়াইট নাইট কর্পস সৈনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনা। দেশ এই বীর জওয়ানের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েছে।
আরও পড়ুন- ‘প্রত্যাঘাত হলেও মানবিকতা ভোলেনি ভারতীয় সেনা’, দীপ্ত কন্ঠে মন্তব্য রাজনাথ সিংয়ের
মঙ্গলবার মধ্য রাতে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের নয়টি সন্ত্রাসী শিবির লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে কুখ্যাত গুলপুর এবং কোটলি শিবিরও। এই শিবিরগুলি লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনগুলি বলে পরিচিত । কাশ্মীরে পহেলগাম গণহত্যার প্রত্যাঘাত করল ভারত।
প্রতিশোধ হিসেবে, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বেশ কয়েকটি সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে, যার মধ্যে পুঞ্চ এবং রাজৌরি জেলায় সবচেয়ে বেশি বোমাবর্ষণ করা হয়।
দেখুন আরও খবর-