নয়ডা: অনলাইন গেমিং নতুন কিছু নয়। আজকালকার সমস্ত ছেলেমেয়েদের কাছে স্মার্টফোন একটা ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে। আর তার উপর পাবজি। তাহলে তো আর কোনও কথাই নেই। এই পাবজি খেলাকে কেন্দ্র করে ঘটে গেল আরও এক ঘটনা। পাবজি খেলতে খেলতে এক পাকিস্তানি মহিলা, ভারতীয় যুবকের প্রেমে পড়ে। ওই যুবকের টানে নয়ডা পৌঁছে যান মহিলা। খবর পেয়ে পুলিশ মহিলা ও যুবক দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পাবজি খেলতে গিয়ে দু’জনের পরিচয়। পাবজি সূত্রে পরিচয়, তারপর প্রেম। গেম ছেড়ে ভারতীয়র প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন পাকিস্তানের মহিলা। প্রেমিকার নাম সীমা, আর প্রেমিকের সচিন। প্রেম এত গভীর হল, যে দেখা করতেই হবে। এদিকে, ভারত আসার পাসপোর্ট কিছুতেই পাচ্ছিলেন না সেই পাক মহিলা। শেষে নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে নয়ডায় ভারতীয় প্রেমিকের বাড়ি হাজির হলেন সেই পাক মহিলা। আর এই চাউর হতেই শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক মহলে।
আরও পড়ুন: Harish Megan | প্রয়াত গোলমাল খ্যাত তারকা হরীশ মেগন
জানা গিয়েছে, সীমানা পেরিয়ে আসা ওই পাক মহিলার সঙ্গে ছিল তাঁর চার সন্তানও। পুলিশের কাছে খবর যায় পাকিস্তানের নাগরিক সীমা নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকে এখন নয়ডায় আছে। পুলিশ তার খোঁজ করছে। শুধু প্রেমে সাড়া দিয়েই পাক মহিলা ভারতে এলেন, নাকি চার সন্তানের মা-র নেপাল সীমান্ত দিয়ে নয়ডায় আসার অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সচিনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, পাবজি খেলতে গিয়েই তাঁর সঙ্গে পাকিস্তানের বাসিন্দা সীমার পরিচয় হয়েছিল। তারপর তা ভালোবাসায় গিয়ে পৌঁছয়। সেখানে থেকেই দেখা করার ইচ্ছে আসে দুজনের।