ওয়েব ডেস্ক: ক্রমশ বাড়ছে পাকিস্তানের (Pakistan) অন্দরের জটিলতা। আরও জোড়ালো হচ্ছে স্বাধীন সিন্ধুদেশের দাবি। স্বাধীন বালুচিস্তানের (Balochistan) দাবিতে ইতিমধ্যেই নাজেহাল পাকিস্তান। এই আবহেই আরও জোরালো হচ্ছে স্বাধীন সিন্ধুদেশের দাবি।
বিশেষজ্ঞরা বলছেন, দাবি মেনে নিলেও এখনই সিন্ধুদেশ সার্বভৌম রাষ্ট্র গঠনে অক্ষম। তবে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। তবে বালুচিস্তানে রয়েছে অনেক খনিজ পদার্থ। অত্যন্ত ধনী প্রদেশ ছিল এই বালুচিস্তান। এখানকার স্থানীয় বাসিন্দা বালুচ নিজস্ব জাতিগত বৈচিত্র ছিল।
আরও পড়ুন: জ্যাকসনের একটি গানের মিউজিক ভিডিওতে খরচা হয়েছিল কত কোটি জানেন! যা আজও রেকর্ড!
এসবের মালিকানা ভোগ করে পঞ্জাবিরা। বালুচ সম্প্রদায় শুধু থেকে যায় কোণঠাসা হয়ে। ঠিক যেমন পূর্ব পাকিস্তানের চা আর পাট লুটে নিয়েছিল পশ্চিম পাকিস্তান, বালুচরাও তেমন শোষণের শিকার। এই ক্ষোভ থেকেই জন্ম নিচ্ছে বিদ্রোহের আগুন।
পাকিস্তান সরকার কখনওই বালুচ ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দেয়নি। তাদের নিজস্ব পরিচয় মুছে ফেলার চেষ্টা চলে আসছে স্বাধীনতার পর থেকেই। একদিকে সম্পদের লুঠ, অন্যদিকে ভাষাগত ও সাংস্কৃতিক দমন—সব মিলিয়ে বালুচদের মনে জমছে ঘৃণা। পূর্ব পাকিস্তানের মতোই এখানে আত্মপরিচয়ের লড়াই এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। ১৯৭১ সালে যেভাবে ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনা, তেমনই নির্যাতন চলছে বালুচিস্তানেও। শত শত বালুচ নিখোঁজ, কোনো খোঁজ নেই তাদের অস্তিত্বের।
এই দমননীতির বিরুদ্ধে বহুদিন ধরেই চলছিল বালুচদের স্বায়ত্তশাসনের দাবি। নবাব আকবর খান বুগতি সেই আন্দোলনের অন্যতম মুখ। পাকিস্তানের সেনাশাসক পারভেজ মোশাররফ তাঁর সঙ্গে আলোচনার বদলে সেনা নামিয়ে দেন। ২০০৫ সালে বুগতির গুহাবাসে বিমান হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়। প্রায় দেড় লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন। এই হত্যাকাণ্ড বালুচ আন্দোলনে নতুন মোড় আনে। গঠিত হয় বিএলএ মাজিদ ব্রিগেড। নারীরাও যোগ দেয় আন্দোলনে। বুগতির ছেলে জামিল বলেন, তাঁর বাবার মৃত্যু বালুচ নারীদের নতুন কণ্ঠ দিয়েছে।
বালুচিস্তানের বর্তমান অস্থিরতা দেখে আশঙ্কা করছেন পাকিস্তানের সাংসদ মাওলানা ফজলুর রহমান। তাঁর দাবি, ৫ থেকে ৭টি জেলা যেকোনও সময় স্বাধীনতা ঘোষণা করতে পারে। ঠিক যেমন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এমনকি কোয়েটায় ইন্দিরা গান্ধী ও জেনারেল অরোরার নামে জয়ধ্বনি উঠেছিল বলেও দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ অনিল অঠালে। বালুচদের মনেও আজ সেই আগুন জ্বলছে, যা একদিন পূর্ব পাকিস্তানকে পরিণত করেছিল স্বাধীন বাংলাদেশে।
দেখুন আরও খবর: