ওয়েব ডেস্ক: ভারত পাক উত্তেজনার আবহে, এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন ‘ ভারত – পাক সংঘর্ষ বিরতিতে রাজি ‘। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানালেন ডোনাল্ড ট্রাম্প।
রাতভর আলোচনার পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে জানান।
অবিলম্বে পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি দুই দেশ, দাবি ট্রাম্পের।
ভারতীয় সেনাও সাংবাদিক বৈঠক করে জানায় যুদ্ধবিরতিতে তারাও রাজি। কিন্তু যুদ্ধবিরতির ৩ ঘন্টা কাটতে না কাটতেই ফের জম্মুতে হামলা পাকিস্তানের। রাত ৮.১৫ তে ফের শুরু হামলা। শোনা গেল গুলির আওয়াজ। জম্মুতে ফের শুরু হয়েছে পাকিস্তানের হামলা। জম্মুর আন্তর্জাতিক সীমানা বরাবর শুরু হামলা। পাকিস্তান মূলত জম্মু বর্ডার লক্ষ করেই এই হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১১ টি জায়গায় হামলা পাকিস্তানের। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন ফের তিনি শুনতে পাচ্ছেন গুলির আওয়াজ।