ওয়েবডেস্ক: পহেলগাম হামলার পর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি। বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে অমৃতভারত প্রকল্পের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল। সিঁদুর যখন বারুদ হয় তার কী ফল হয়েছে দেশবাসী দেখেছেন। পহেলগামে সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত। জঙ্গিদের ৯টি ঠিকানা গুঁড়িয়ে দিওয়া হয়েছে। প্রথম ঘরে ঢুকে মেরেছিলাম। এবার বুকে গিয়ে মেরেছি। সোজা লড়াই হলে কোনও দিনই জিতবে না পাকিস্তান। তাই জঙ্গিদের অস্ত্র করে ভারতের বিরুদ্ধে লড়ে পাকিস্তান।
বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খোলা হবে। পাকিস্তানের সঙ্গে না ট্রেন, না আলোচনা। ৭টি দল বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে পাকিস্তানের মদতে জঙ্গি হামলা হয়। যাতে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটি গুঁজড়িয়ে দেয়।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ১০০টির বেশি অমৃতভারত স্টেশন প্রস্তুত। ভারত ট্রেন নেটওয়ার্ককে আরও আধুনিক করছে। এই বন্দে ভারত, অমৃত ভারত ট্রেন, নমো ভারত ট্রেনগুলি নতুন গতির চিহ্ন বহন করে। সেগুলি ভারতের নতুন উন্নয়ন ও নতুন গতির চিহ্ন বহন করে।