ওয়েব ডেস্ক: বিএসএফ জওয়ান পুর্ণম কুমার সাউকে (BSF Jawan Purnam Kumar Shaw) ফেরাল পাকিস্তান। ভারত-পাক অশান্তির আবহে তাঁকে গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্স (Pakistan Rangers)। তারপর থেকে পাকিস্তানের সেনার হাতে বন্দি ছিলেন তিনি। অবশেষে ২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান। বিএসএফ জানিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পূর্ণম।
ফিরোজাবাদে পোস্টেড ছিলেন পূর্ণম কুমার সাউ। পহেলগামের হামলার পর জঙ্গি নিধনে কড়া পদক্ষেপ করে ভারত। সীমান্তে তল্লাশি অভিযান শুরু হয়। সীমান্তে টহল দেওয়ার রুটিন ডিউটির মাঝেই ভুলবশত পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত টপকে যান বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সাউ। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়া হয়। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান। সেই ঘটনার ২০-রও বেশি দিন পর বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন ওই জওয়ান। জানা গিয়েছে, বুধবার সকালে সাড়ে দশটা অমৃতসরের আত্তারি-ওয়াঘা বর্ডারে বন্দি BSF জওয়ানকে মুক্তি দেয় পাকিস্তান। সমস্ত প্রোটোকল মেনে ভারতীয় জওয়ানকে ফেরানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে BSF।
Today BSF Jawan Purnam Kumar Shaw, who had been in the custody of Pakistan Rangers since 23 April 2025, was handed over to India: BSF
(Pic Source: BSF) pic.twitter.com/TVzagO0AhK
— ANI (@ANI) May 14, 2025
আরও পড়ুন: দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ভিআর গাভাই
দেখুন ভিডিও