ওয়েবডেস্ক- পাকিস্তানকে ( Pakistan) জবাব দিতে ভারতের রুদ্ধশ্বাস অভিযান (India’s breathless campaign) । পর পর মিসাইলকে আকাশেই ধবংস করে দিল ভারতীয় বায়ুসেনা। ভারতের হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান। এদিকে এর মধ্যেই যুদ্ধ বিমান নিয়ে জয়শলমীরে (Jaisalmer) ঢুকে পড়েছিলেন এক পাক পাইলট (Pakistan fighter jet pilot) । ফাইটার জেট থেকে নামার চেষ্টা করতেই আটক করা হয় তাকে। এখনও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভারত-পাক উত্তেজনার সুযোগ নিয়ে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে (Bsf Purnam kumar Shaw) আটক করে রেখেছে পাক রেঞ্জার্স। ১৫ দিনের বেশি সময় পার হয়ে গিয়েছে। হয়েছে ফ্ল্যাগ মিটিংও। কিন্তু তার পরেও পূর্ণমকুমার সাউকে বন্দিদশা থেকে মুক্ত করেনি। বিএসএফের জওয়ান শারীরিক ক্লান্তি কারণে পার করে পাকিস্তানের এড়িয়ার মধ্যে ঢুকে পড়েছিলেন, তার পরেই তাকে আটক করে রেখে দিয়েছে পাক রেঞ্জার্স।
আরও পড়ুন- সাবধান পাকিস্তান! সক্রিয় ভারতীয় রণতরী
পূর্ণমে অন্তঃসত্ত্বা স্ত্রী পাঠানকোটে স্বামীর কর্মস্থলে গিয়েছিলেন। কিন্তু শুধু আশা ভরসা নিয়ে স্ত্রী রজনী সাউকে নদিয়ার বাড়িতে ফিরে আসতে হয়েছে। স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুণছেন রজনী। এমতবস্থায় এক পাক পাইলটকে গ্রেফতার করল ভারতীয় বায়ুসেনা।
এদিকে ভারতীয় বায়ুসেনা জোরদার অভিযান চালাচ্ছে। একাধিক ড্রোন ও মিসাইলকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাক বায়ুসেনার এফ-১৬ জেট গুলি করে নামিয়েছে ভারত। এছাড়াও দুটি জে-১৭ বিমান নিকেশ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এই সমস্ত বিষয় স্বীকার করে নিয়েছে পাকিস্তান।
দেখুন ভিডিও-