গান্ধীনগর: ভারতে হেরোইন পাচারের বড়সড় ছক বানচাল৷ আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়া একটি পাকিস্তানি নৌকাকে ধরে ফেলল ভারতীয় উপকূলরক্ষা বাহিনী৷ নৌকা থেকে ৯ জনকে আটক করার পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক৷ সূত্রের খবর, নৌকার যাত্রীরা সবাই পাকিস্তানের নাগরিক৷ তদন্তের জন্য নৌকাটিকে জাখৌ নিয়ে যাওয়া হয়েছে৷
গোয়েন্দাদের থেকে পাওয়া ইনপুটের ভিত্তিতে গুজরাত এটিএসকে নিয়ে রবিবার রাতে বিশেষ অভিযানে নামে উপকূলরক্ষা বাহিনী৷ তাদের কাছে খবর ছিল, ‘অল হজ’ নামে পাকিস্তানের একটি মাছ ধরার নৌকা মাদক নিয়ে আরব সাগর দিয়ে ভারতের জলসীমায় ঢুকবে৷ সেই মতো প্রস্তুত ছিল উপকূলরক্ষা এবং এটিএসের যৌথ বাহিনী৷ এ দিকে রাতের অন্ধকারে ভারতের জলসীমানায় ঢুকে পড়ে পাক নৌকাটি৷ কিন্তু উপকূলরক্ষী বাহিনীকে টহল দিতে দেখে পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করে৷ নৌকাটিকে ধরতে তখন গুলি চালায় যৌথ বাহিনী৷ বিপদ বুঝে মাদক ভর্তি প্যাকেট জলের মধ্যে ফেলে দেয় নৌকার যাত্রীরা৷ তাতেও শেষরক্ষা হল না৷ শেষমেশ ধরা পড়ে যায় পাকিস্তানি নৌকাটি৷
মিশন সফল হওয়ার পরই সোমবার সকালে উপকূলরক্ষা বাহিনী টুইট করে৷ সেখান থেকে জানা গিয়েছে, ওই নৌকা থেকে ২৮০ কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে৷ ৯ জনকে আটক করা হয়েছে৷
In a joint Ops with ATS #Gujarat, @IndiaCoastGuard Ships apprehended Pak Boat Al Haj with 09 crew in Indian side of Arabian sea carrying heroin worth approx 280 cr. Boat being brought to #Jakhau for further investigation. @DefenceMinIndia @MEAIndia @HMOIndia @SpokespersonMoD
— Indian Coast Guard (@IndiaCoastGuard) April 25, 2022