ওয়েবডেস্ক: পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষ সিন্ধু নদীর জলের মানুষ নির্ভরশীল। সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক ভারত। এবার আর্জি পাকিস্তানের। পহেলগামে (Pahalgam Terror Attack) পাকিস্তানের মদতে জঙ্গি হামলার প্রতিবাদ। সিন্ধু জলচুক্তি সাসপেন্ড করা হয়েছিল। তাতে যে পাকিস্তানের কতটা লেগেছে তা ফের একবার প্রকট হল। ওই জলচুক্তি সাসপেন্ডের পর থেকেই পাকিস্তানের নেতা মন্ত্রীরা তেড়ে ফুঁড়ে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন।
তার মধ্যে অপারেশন সিঁদুর (Operation Sindoor) হয়ে গিয়েছে। পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পাকিস্তানের আর্জিতে ভারত প্রত্যাঘাত থামিয়েছে। আপাতত শান্তি ফিরেছে। ভারতের জওয়ান পূর্ণম সাউকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। ভারতও এক পাকিস্তানের সেনাকে মুক্তি দিয়েছে। তারই মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনার দরজা খুলতে ভারতকে চিঠি দেওয়া হল। এর ফলে পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়বে বলে আর্জি জানানো হল। পাকিস্তানের বারবার সন্ত্রাসের মদতের ঘটনায় ক্রুদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়ে দুয়েছেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। আলোচনা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আজকের মতো মুলতুবি ওয়াকফ মামলা, এরপর কী হবে?
জানা গিয়েছে, পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলি মুর্তাজা (Syed Ali Murtaza) ভারত সরকারকে এই বিষয়ে চিঠি দিয়েছেন। ভারতের সংশ্লিষ্ট সচিব দেবশ্রী মুখোপাধ্যায়কে এই বিষয়ে জবাবি চিঠি দিয়েছেন তিনি। সিন্ধু জলচুক্তি সাসপেন্ড করার পর পাকিস্তানকে তা জানিয়ে দেওয়া হয়েছিলয। গত ২৪ এপ্রিলের চিঠির জবাব এল পাকিস্তানের। এই বিষয়ে ভারত সরকারের থেকে এখনও বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, সরকার কঠোর অবস্থান নিয়ে রয়েছে। সেখান থেকে সরতে রাজি নয়।
দেখুন অন্য খবর: