ওয়েব ডেস্ক : চলতি বছরের শেষে বিহারে (Bihar) হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই মতো রাজনৈতিক দলগুলি তৈরি করছে তাদের স্ট্রাটেজি। তবে এবার ভোটের প্রচারের জন্য অভিনব পন্থা নিল কংগ্রেস(Congress)। বলিউড ছবি ‘প্যাডম্যান’-এর স্টাইলে বিনামূল্যে স্যানিটারি প্যাড সরবরাহের পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর বিতর্ক। কারণ ভোটের প্রচারে ব্যবহৃত স্যানিটারি প্যাডের বাক্সে রয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি।
জানা গিয়েছে, কংগ্রেসের(Congress) এই ভোটপ্রচারের পরিকল্পনার নাম ‘প্রিয়দর্শিনী উড়ান যোজনা’। এই পরিকল্পনায় বিহারের ভোটে ৫ লক্ষ স্যানিটারি প্যাড ভোটারদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির। বলাই বাহুল্য কংগ্রেসের এইব পরিকল্পনা মূলত ভোটে মহিলাদের কাছে টানা। কিন্তু, বিরোধীরা প্রশ্ন তুলছে, কংগ্রেসের এই প্রচার বিহারের মানুষদের প্রতি অপমান।
আরও খবর : এক ফ্রেমে দুই পলাতক! এবার মালিয়ার সুরে সুর মেলালেন ললিত মোদি
এ নিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির(BJP) সর্বভারতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি লিখেছেন,’স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি বিহারের মহিলাদের প্রতি অপমান! কংগ্রেস একটি নারী-বিরোধী দল! বিহারের মহিলারা কংগ্রেস-আরজেডিকে শিক্ষা দেবেন।’
প্রসঙ্গত, বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো বিহারের মহিলাদের জন্য ‘মাই বহেন মা যোজনা’র প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস(Congress)-আরজেডি(RJD) জোট। সেখানে বিহারের মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এককথায় বলতে গেলে নির্বাচনের আগে মহিলা ভোটারদের কাছে টানতে চাইছে তারা। তারই অন্যতম পরিকল্পনা হল রাহুল গান্ধীর ছবি দেওয়া স্যানিটারি প্যাড বিতরণ। কিন্তু এর উল্টো ফলাফল দিচ্ছে কংগ্রেসকে। তবে এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি রাহুল গান্ধী। তবে তিনি এ নিয়ে আদৌ কিছু বলেন কি না সে দিকেও তাকিয়ে ওয়াকিবহাল মহল।
দেখুন অন্য খবর :