নয়াদিল্লি: নজরদারি চালানোর সফটওয়্যার পেগাসাস নিয়ে কেন্দ্রকে চাপে ফেলতে মরিয়া বিরোধী শিবির। রণকৌশল স্থির করতে বৈঠক করলেন বিরোধী শিবিরের নেতানেত্রীরা। তৃণমূল ছাড়া প্রায় সকল অবিজেপি দলের প্রতিনিধি ছিলেন সেই বৈঠকে। বিজেপির পুরনো বন্ধু শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতও ওই বৈঠকে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে অতিরিক্ত হলফনামার নির্দেশ আদালতের
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী নেতৃত্ব। যাদেরর হয়ে কথা বলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, “আমাদের কাছে পেগাসাস জাতীয়তাবাদ এবং বিশ্বাসঘাতকতার প্রশ্ন। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করা হল। আমার কাছে এটা গোপনিয়তার প্রশ্ন নয়। এটা রাষ্ট্রদ্রোহের সমান। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ভারতের গণতন্ত্রের আত্মাকে আঘাত করেছেন।”
আরও পড়ুন- বিরোধী জোটের বৈঠকের আগে দলীয় সাংসদদের নিয়ে আলোচনায় মমতা
এই পেগাসাস কেলেঙ্কারিকে কেন্দ্র করে কেন্দ্রের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাহুল গান্ধী। ভারতের জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন, “আমরা একটাই প্রশ্ন করতে চাইছি, সরকার কি পেগাসাস সফটওয়্যার কিনেছিল? হ্যাঁ অথবা না বলে উত্তর দিক সরকার। আমাদের দেশবাসীর বিরুদ্ধে কি পেগাসাস ব্যবহার করা হয়েছে? কেন ভারতের গণতান্ত্রিক সংস্থাগুলির উপরে ওই অস্ত্র ব্যবহার করা হল?”
আরও পড়ুন- PK বলেই IPAC এর সদস্যদের ভয় পাচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার: তৃণমূল
পেগাসাস নিয়ে সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কেন্দ্র। এমনই অভিযোগ করেছেন বিরোধীরা। রাহুল গান্ধী জানিয়েছেন যে পেগাসাস নিয়ে সংসদে কোনও আলোচনা করা হবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। রাহুলের কথায়, “এখন পেগাসাস নিয়ে বিতর্ক না হলে বিষয়টি ধামাচাপা দিয়ে দেওয়া হবে।”
আরও পড়ুন- মোদি বিরোধী জোট গঠনে মমতার সঙ্গে বৈঠক সনিয়া গান্ধী, কেজরিওয়ালের
সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত। একদা এনডিএ শরিক ওই গেরুয়া সাংসদ বলেছেন, “জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন। কৃষি আইনের বিরুদ্ধেও আমাদের অবস্থান একই থাকবে।”
CENSORSHIP.
Modi-Shah ‘masterstroke’. @rajyasabhatv showing selective footage/online edit. All protests in the House by about 100 MPs from 15 Opposition parties not being telecast. #Pegasus hacking, espionage, military spyware.— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 28, 2021