নয়াদিল্লি: পেগাসাস ইস্যুতে উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিরোধী দলের সাংসদরা। বৃহস্পতিবার ১২টা ১৫-তে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর দেখা করবেন তাঁরা। সূত্রের খবর, পেগাসাস ছাড়াও কৃষি আইন বাতিল, জ্বালানির মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হবেন সাংসদরা।
আরও পড়ুন: রাহুলের পর আরও ৫ কংগ্রেস শীর্ষ নেতার Twitter অ্যকাউন্ট লক, প্রতিবাদ কংগ্রেসের
পেগাসাস কাণ্ডে মোদি-শাহ’র বিবৃতি, কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দিল্লির বিজয় চকে প্রতিবাদ কর্মসূচি নেয় বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ছাড়াও বিরোধী দলগুলির বেশ কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন। রীতিমতো পোস্টার, ব্যালার নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা।
কৃষি আইন বাতিলের দাবিতে সোচ্চার হন তাঁরা। সময়ের আগে লোকসভার অধিবেশন শেষ হওয়ার প্রতিবাদে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিরোধীরা। ১৫টি বিরোধী দলের সাংসদরা মিছিলে সামিল হন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে মিছিল হয়। ব্যানার, পোস্টার নিয়ে সাংসদরা মিছিলে যোগ দেন।
আরও পড়ুন: রবিবার পর্যন্ত সর্তকতা উত্তরবঙ্গে, অন্যান্য জেলাতেও চলবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
কংগ্রেস সাংসদ রাহুল গাঁন্ধী বলেন, ‘আমরা সংসদে পেগাসাস, কৃষি আইন সহ একাধিক দাবিতে আলোচনা চাইলেও আমাদের কোথা বলতে দেওয়া হচ্ছে। তাই এই প্রতিবাদ।’ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘সংসদে বিরোধীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে না।’