ওয়েব ডেস্ক: পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা তা গোটা বিশ্বেরক কাছে স্পষ্ট। বার বার মুখ পড়লেও শিক্ষা হয়নি পাকিস্তানের (Pakistan)। পহেলগাম হামলার জঙ্গি হামলার কড়া জবাব দিতে ভারতের অপারেশন সিঁদুর। যা কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানের। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) অভিযানে পাকিস্তানের ৯টা জঙ্গিঘাঁটি ধুলিসাৎ করেছে ভারতীয় বায়ুসেনা। একাধিক বিমান ঘাঁটি, যুদ্ধ বিমান, ড্রোন ধ্বংস হয়েছে ভারতের প্রত্যাঘাতে। ফলে ক্ষতির পরিমান আকাশ ছোঁয়া। অপারেশন সিঁদুরের সাফল্যে অমিত শাহ, নরেন্দ্র মোদি থেকে ভারতের সব দলের রাজনৈতিক নেতারা সেনার প্রসংশা করেছে।
পাকিস্তানের অবস্থা অনেকটা এরকম- ভাঙবে তবু মচকাবে না। ভারতকে ৬০ বা ৭০ দশকের সময়কার ভারত ভেবে দাদাগিরি করতে গিয়ে- হাত, পা, হাটু, মাথা ভেঙে আইসিইউ-তে চলে যাওয়ার উপক্রম হয়েছে পাকিস্তানের। সংঘাতে পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণের বহর ক্রমেই সামনে উঠে আসতে শুরু করেছে। সম্প্রতি পাকিস্তানের সামরিক ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটি রিপোর্ট সামনে এসেছে, যাতে পাকিস্তানের কী কী ক্ষতি হয়েছে এবং তার অ্যাসেসমেন্ট রিপোর্ট ও উঠে এসেছে।চারটি F-16 যুদ্ধ বিমান ধ্বংস, যার আনুমানিক মূল্য ৩৪৯.৫২ মিলিয়ন মার্কিন ডলার। একটি SAAB 2000 ERIEYE AEW & C যুদ্ধবিমান ধ্বংস, যার আনুমানিক মূল্য ৯৩ মার্কিন ডলার। IL78 REFUELING TANKER, যেটি উড়ন্ত যুদ্ধ বিমানে জ্বালানি ভর্তির কাজে সক্ষম ছিল, তা ধ্বংস হয়েছে। এর আনুমানিক মূল্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। CH-400 AKG MISSILE ভারতের উদ্দেশ্যে দাগা হলেও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে তা ভূপতিত হয়। এর আনুমানিক মূল্য ৩.২ মার্কিন ডলার।
দুটি শাহিন মিসাইল, যা পাকিস্তান লাগোয়া একাধিক শহর ধ্বংস করতে সক্ষম ছিল, তা সুদর্শনের আঘাতে ভেঙে পড়ে। এগুলির আনুমানিক মূল্য ৪ মিলিয়ন মার্কিন ডলার। ছয়টি BAYRAKTAR TB-2 ড্রোন, যা ভারতীয় অ্যান্টি মিসাইলের আঘাতে ভূপাতিত হয়। এগুলির আনুমানিক মূল্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের বায়ু সেনাঘাঁটিতে দাঁড়িয়ে থাকা একটি F-16 BLOCK 52D যুদ্ধবিমান, যা ভারতের মিসাইল এর আঘাতে বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ধ্বংস হয়। এর আনুমানিক মূল্য ৮৭.৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: পদত্যাগের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন ইউনুস! কী বললেন দেখুন
একটি C-130H হারকিউলিস যুদ্ধবিমান বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় মিসাইলের আঘাতে ধ্বংস হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। একটি আধুনিক HQ-9 রাডার ব্যবস্থা ভারতীয় ড্রোনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়, যার আনুমানিক মূল্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতের মিসাইল এর আঘাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটির মোবাইল কমান্ড সেন্টার সম্পূর্ণ ধ্বংস, যার আনুমানিক মূল্য প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের নূর খান বিমানঘাঁটি ভারতের মিসাইল আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১২৫ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের ষ্কারগোধা বায়ুসেনাঘাঁটি ভারতের মিসাইলে ধ্বংস হয়েছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের অন্যান্য সেনা ঘাটি গুলি ধ্বংসে ক্ষতির পরিমাণ প্রায় ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
দশকের পর দশক ধরে দ্বিচারিতা চলতে পারে না। সন্ত্রাসে মদত দেওয়া এবং শান্তি আলোচনা। ইসলামাবাদকে বারবার এই বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে সন্ত্রাস নিয়ে জিরো টালারেন্স নীতি। যারা ভারতে ঢুকে মা বোনেদের সিঁদুর মোছার চেষ্টা করবে তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে। পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানের (Pakistan) উপর প্রত্যাঘাত হিসেবে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালিয়েছে ভারত (India)। জবাবে বারংবার ড্রোন ও বিমান হামলা চালালেও প্রতিবারেই নাক কাটা গিয়েছে পাকিস্তানের। ভারতের দিক থেকে পাল্টা প্রত্যাঘাতে কোমর ভেঙে নিজের দেশের মানুষের কাছে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছেনা শেহবাজ শরিফ থেকে শুরু করে আসিফ মুনিররা। তীব্র সমালোচনায় সরব পাকিস্তানে সাধারণ মানুষ।
দেখুন ভিডিও