ওয়েবডেস্ক- ‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur) নিয়ে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে (President Draupadi Murmu) সমস্ত আপডেট দিতে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনার তিন বাহিনীর প্রধান। ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান (Chief of Defence Staff General Anil Chauhan) । এসিন রাষ্ট্রপতি ভবনে যান দেশের সিডিএস জেনেরাল অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Army Chief General Upendra Dwivedi) , বায়ুসেনার প্রধান মার্শাল এপি সিং (Air Chief Marshal AP Singh) এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী (Navy Chief Admiral Dinesh K Tripathi)।
এদিন তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করে ‘অপারেশন সিঁন্দুর’ নিয়ে তাঁকে বিস্তারিত তথ্য দেন। তিন বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন- ড্রোন হামলার জবাবে এসে গেল ভারতের নতুন ‘ভার্গবাস্ত্র’
প্রসঙ্গত, গত ৭ মে গভীর রাতে ‘অপারেশন সিঁন্দুর’ এয়ার স্ট্রাইক হানে ভারত। ভারতের আকাশসীমা থেকে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেইসঙ্গে ১০০ জন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। তার রয়েছে পাঁচজন কুখ্যাত জঙ্গি।
General Anil Chauhan, Chief of Defence Staff, along with General Upendra Dwivedi, Chief of the Army Staff, Air Chief Marshal A. P. Singh, Chief of the Air Staff, and Admiral Dinesh K. Tripathi, Chief of the Naval Staff, called on President Droupadi Murmu and briefed her about… pic.twitter.com/ZU3GcK5Vux
— President of India (@rashtrapatibhvn) May 14, 2025
তিন বাহিনীর যৌথ অপারেশনেই ভারতের এই সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রপতি। ভারতীয় সেনা জইশ-ই-মহম্মদের যেমন ঘাঁটি রয়েছে, তেমনই লস্কর-ই-তৈইবার প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। ভারতের এই সফল অভিযানের পরেও পাকিস্তান কীভাবে সীমান্তে হামলা চালিয়েছে, সেনা কীভাবে জবাব দিয়েছে তার বিস্তারিত তথ্য রাষ্ট্রপতিকে জানায় ভারতীয় সেনা। প্রসঙ্গত, এত বড় অভিযানের পর দেশের নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর জন্যই এই সাক্ষাৎ।
দেখুন আরও খবর-