ওয়েব ডেস্ক: ভারত (India) এবং পাকিস্তান (Pakistan) যতবার যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হয়েছে, ততবারই পাক সেনার মুখ পুড়েছে। আর প্রত্যেকবার জয়জয়কার হয়েছে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army)। পহেলগামে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের নির্লজ্জ আক্রমণের জবাবে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালিয়েছে ভারত। আর এই অপারেশন এক ঢিলে দুই নয়, তিন পাখি মারতে সক্ষম হয়েছে।
অপারেশন সিঁদুরের মাধ্যমে তিনটি লক্ষ্য অর্জন করেছে ভারত।
আরও পড়ুন: যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন দাবির ব্যাখ্যা চায় কংগ্রেস, কী হতে চলেছে?
সামরিক সাফল্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেছিলেন, শত্রুদের মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। তাঁর কথা অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। বাহাওয়ালপুর, মুরদিকে এবং মুজফফরাবাদের জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার তরফে রবিবার বিবৃতি দিয়ে জানানো হল, নিকেশ হয়েছে ১০০ জঙ্গি।
কূটনৈতিক সাফল্য: এর সঙ্গে আছে সিন্ধু জল চুক্তি। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে পাক সীমান্ত থেকে যতদিন না নাশকতা বন্ধ হচ্ছে, এই চুক্তি নয়াদিল্লি মানবে না। সেদিক থেকেও চাপে পড়েছে ইসলামাবাদ।
মনস্তাত্ত্বিক সাফল্য: বহু চর্চিত ‘ঘর মে ঘুস কর মারেঙ্গে’ আবারও করে দেখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান সীমান্ত পেরিয়ে অনেক ভিতরে ঢুকে হামলা চালানো হয়েছে। তছনছ করা হয়েছে জঙ্গি ঘাঁটি। আর পাকিস্তান যত হামলা করেছে তার অধিকাংশই প্রতিহত করেছে ভারত। কাজেই এটা ইসলামাবাদের জন্য যথেষ্ট বড় মানসিক যন্ত্রণা।
দেখুন খবর: