লখনউ: প্রকাশ্যে মহিলাপ্রার্থীর আঁচল টেনে ধরেছেন দুই যুবক৷ ছিঁড়ে ফেলা হচ্ছে মনোনয়ন পত্র৷ লেন্সবন্দি করা হচ্ছে সেই ভিডিও৷ উত্তর প্রদেশের পঞ্চায়েত স্তরের নির্বাচনে একটি মনোনয়ন কেন্দ্রের বাইরে মহিলা প্রার্থীর পরিনতি দেখে চমকে উঠছে নেটদুনিয়া৷ এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত ওই দুই যুবক৷ অভিযোগ বিরোধী প্রার্থীকে মনোনয়ন জমা দিতে এভাবে বাধা দিচ্ছিলেন তারা৷
ঘটনাস্থল লখনউ থেকে মাত্র ১৩০ কিমি দূরে লখিমপুর খেরি গ্রাম৷ সমাজবাদী পার্টির মনোনিত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ওই মহিলার৷ নিয়ম অনুসারে নির্দিষ্ট সময়েই মনোনয়ন জমা দিতে গেছিলেন তিনি৷ অভিযোগ সেখানেই বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হন৷ ভিডিও প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে যোগী সরকারের৷ কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বাঢ়ড়া উত্তর প্রদেশে নির্বাচনী সন্ত্রাসের একটি ভিডিও ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে প্রধানমন্ত্রী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তীব্র সমালোচনা করেন৷ কংগ্রেস নেত্রীর অভিযোগ, নির্বাচনের আগেই রাজ্যে প্রচুর পরিমাণ অস্ত্র জমা করা হয়েছে৷ ভেঙে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা৷
https://www.facebook.com/385400298610810/videos/1470704219955369
ব্লক ও পঞ্চায়েত স্তরে নির্বাচনে ৮২৫টি মনোনয়ন জমা পড়েছে৷ নির্বাচনকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা সংঘর্ষের ঘটনা ঘটছে৷ উত্তরপ্রদশের পুলিশ আধিকারিক প্রশান্ত কুমার জানিয়েছেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলেও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ১৪টি জায়গা থেকে সংঘর্ষের খবর এসেছে৷ আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে গ্রাম পঞ্চায়েত স্তরের নির্বাচনে বিরোধীদলের প্রার্থীর শ্লীলতাহানির ঘটনায় প্রশ্নের মুখে যোগীরাজ্যর আইনশৃঙ্খলা পরিস্থিতি৷