ওয়েবডেস্ক: কাশ্মীরে জল প্রকল্প (Kashmir Water Project) নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah) ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির (Mehbooba Mufti) মধ্যে বিরোধ তীব্র আকার নিল। ওমর আব্দুল্লা টুলবুল প্রকল্পের (Tulbul Procet) পুনরুজ্জীবনের জন্য সওয়াল করেছেন। পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জল চুক্তি ভারত সাসপেন্ড করার পরে এই সওয়াল ওমরের। মেহবুবা মুফতি এই পরামর্শকে গভীরভাবে দুর্ভাগ্যজনক বলেছেন। একইসঙ্গে জানিয়েছেন, এটি মারাত্মকভাবে প্ররোচনামূলক। উলার হ্রদের উপর টুলবুল নেভিগেশন ব্যারেজের পুনরুজ্জীবন নিয়ে শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রইল।
এক্স হ্যান্ডলে ওমর আব্দুল্লা লিখেছেন, উত্তর কাশ্মীরের উলার হ্রদ। সেখানে টুলবুল নেভিগেশন ব্যারেজের কাজ শুরু হয় ১৯৮০ সালে। সিন্ধু জল চুক্তির কথা বলে পাকিস্তানের চাপে এটা করা হয়নি। ওমর আশা প্রকাশ করেন, কাজ শুরু করা হোক।
আরও পড়ুন: পাকিস্তানকে সমর্থনের জের! তুরস্কের ড্রাইফ্রুট বয়কট পুনের ব্যবসায়ীদের
এর পাল্টা মেহবুবা মুফতি এক্স হ্যান্ডলে লেখেন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার টুলবুল নেভিগেশন প্রকল্প পুনরুজ্জীবনের ডাক দেওয়া গভীরভাবে দুঃখজনক। ওই এলাকায় উত্তেজনার মধ্যে জলকে অস্ত্র করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছেন মুফতি। ওমর পাল্টা মুফতিকে জম্মু ও কাশ্মীরের মানুষের কথা না ভেবে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।
দেখুন অন্য খবর: