ইম্ফল: তাঁর হাত ধরেই টোকিও অলিম্পিক্সে প্রথম পদক পায় ভারত৷ ২৭ জুলাই ভারোত্তলনে রুপো জিতে দেশবাসীর স্বপ্নপূরণ করেন মণিপুরের মেয়ে মীরাবাঈ চানু৷ তার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি৷ শুভেচ্ছার পালা এখনও শেষ হয়নি৷ আজ রবিবার সকাল থেকে আবারও তাঁকে শুভেচ্ছা জানানো শুরু হয়৷
আরও পড়ুন: নীরজের সাফল্যে গান বাঁধলেন সোমদেব, গলা মেলালেন সুনীল গাওস্কর
৮ অগাস্ট দিনটি চানুর জীবনে বিশেষ দিন৷ ১৯৯৪ সালে আজকের দিনে মণিপুরের ইস্ট ইম্ফলে জন্মগ্রহণ করেন তিনি৷ তবে অন্যান্যবারের চেয়ে এবারের দিনটির গুরুত্ব আলাদা৷ অলিম্পিক্সে রুপো জয়ের পর এটাই চানুর প্রথম জন্মদিন৷ বিশেষ দিনটি বিশেষ ভাবে পালন করেন তিনি৷ তবে তার আগে সকাল থেকে চলে শুভেচ্ছা জানানোর পালা৷ রুপোর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান অগুণতি মানুষ৷
চানুর জন্মদিনটি স্মরণীয় করে তোলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ আজ তাঁকে সরকারি বাসভবনে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী৷ সেখানেই কেক কাটেন চানু৷ রুপোজয়ীকে নিজের হাতে কেক খাইয়ে দেন এন বীরেন সিং৷ পরে চানুর জন্মদিন পালনের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী৷ লেখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা৷ এভাবেই তুমি দেশের নাম উজ্জ্বল কোরো৷’ ২৭তম জন্মদিনকে স্পেশাল করার জন্য টুইট করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান চানুও৷
আরও পড়ুন: পানিপথ থেকে টোকিও, নীরজের সোনার সফর
It was a pleasure having @mirabai_chanu at my official residence on her 27th Birthday.
Wishing you a very happy birthday Mirabai. May you continue to bring laurels to the country.@narendramodi @ianuragthakur pic.twitter.com/Tc1SYL4KU8
— N. Biren Singh (@NBirenSingh) August 8, 2021