ওয়েবডেস্ক- অপরাধের কারখানা হয়ে উঠছে ওড়িশা (Odisha)! একের পর এক ঘটে যাওয়া ঘটনায় সেই প্রশ্নই উঠে আসছে। এবার এক নাবালিকার (Minor Girl) উপর যৌন নির্যাতনে (Sexually Assault) বাধা পেয়ে তাকে আগুনে পুড়িয়ে মারার হুমকি ওড়িশার এক অটো চালকের (Auto Driver) বিরুদ্ধে। কটকের ( Cuttack) ঘটনা। অভিযুক্ত ওই অটো চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সোমবার পুলিশের কর্মকর্তারা এই বিবৃতি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গত ৮ অগাস্ট এই ঘটনা ঘটেছে। নির্যাতিতা পরিবারকে জানানোর পর গত সপ্তাহে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে অটো রিকশায় করে জগৎপুর থেকে বাদামবাড়িতে যাচ্ছিল। যখন তারা শিখরপুরের কাছে পৌঁছায়, তখন মেয়েটি অভিযুক্ত অটো চালককে জিজ্ঞাসা করে যে তার কাছে জল আছে কিনা। অটো চালক না বলতেই ওই নাবালিকা জলের খোঁজে নামতে চায় ও গাড়ি থামাতে বলে। ওই সময় অটো চালক তার শরীরে অশালীন ভাবে হাত দেওয়ার চেষ্টা করে, নাবালিকা বাধা দেয়। বাধা পেয়েও ওই কিশোরীরে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেয় ওই অটোচালক। ঘটনার পর বেশ ভয় পেয়ে যায় নাবালিকা। বাড়িতেও কিছু জানায়নি। ঘটনার প্রায় দু সপ্তাহ পরে সেই বাড়িতে পুরো ঘটনা জানায়। পরিবারে তরফে চাউলিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ একটি দল গঠন করে অভিযুক্তকে গ্রেফতার করে।
কটকের ডেপুটি কমিশনার অফ পুলিশ, খিলারি ঋষিকেশ জ্ঞানদেও, চাউলিয়াগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরর পর আমাদের স্পেশাল টিম তদন্ত শুরু করে। আমরা নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট করিয়েছি। তদন্তে আমাদের সহযোগিতা করেছে সে। সিসি ক্যামেরার সূত্র ধরেই অভিযুক্ত অটো চালককে খুঁজে বের করে তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- মুম্বইয়ে বন্ধ সরকারি ও আধা সরকারি অফিস
উল্লেখ্য, বিজেপি শাসিত ওড়িশায় লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে ধর্ষণ থেকে শুরু করে যৌন নির্যাতনের ঘটনা। গত এক মাসে অগ্নি দগ্ধ হয়ে তিনজন মহিলার মৃত্যু হয়েছে। প্রথমে ওড়িশার বালেশ্বরে কলেজের এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী। ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বর এইমসে তাঁর মৃত্যু হয়। এর পর পুরীতে এক কিশোরীও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। দিল্লি এইমসে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। পরে কেন্দ্রপড়ায় বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণীর।
দেখুন আরও খবর-