ওয়েব ডেস্ক: জামিন পেলেন অভিনেত্রী (Actress) নুসরত ফারিয়া (Nusrat Faria)। ভাটারা থানায় (Bhatara Police Station) দায়ের করা খুনের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী (Actress)। মঙ্গলবার, ২০ মে, ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত তাকে জামিন দেয়। গ্রেফতারের ২ দিনের মধ্যেই জামিন পেলেন নুসরত।
রবিবার ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয় বাংলাদেশের অভিনেত্রী (Actress) নুসরত ফারিয়াকে (Nusrat Faria)। বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে ভাটারা থানার (Bhatara Police Station) পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। জানা গিয়েছে, ২০১৫ সালে অভিনয়ের সফর শুরু নুসরতের (Nusrat Faria)। বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও পরিচিত মুখ তিনি। এদেশের টলি পাড়াতেও কাজ করেছেন নুসরত (Nusrat Faria)।
আরও পড়ুন: বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়!
গত বছর জুলাই মাসে গণ-অভ্যুথ্থানের সময় নুসরতের (Nusrat Faria) বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় (Bhatara Police Station) একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সোমবার জেল হেফাজত থেকে নায়িকাকে আদালতে তোলা হয়। ২২ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। মঙ্গলবার জামিন হল নুসরতের। মামলার শুনানির সময় নুসরতের আইনজীবীরা বলেন যে সময়ের ঘটনা উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে নুসরতকে (Nusrat Faria), সে সময় দেশেই ছিলেন না অভিনেত্রী (Actress)। জুলাইয়ের ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অভিনেত্রী ফারিয়া কানাডায় ছিলেন। নিজের বক্তব্যের সপক্ষে সমস্ত নথিপত্র জমা দিয়েছেন আইনজীবীরা। তারপরেই জামিন মঞ্জুর হয় অভিনেত্রী নুসরতের।
দেখুন আরও খবর: