নয়াদিল্লি: তালিবানের(Taliban) দখলে চলে গিয়েছে আফগানিস্তান। যার বড় প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। সন্ত্রাসবাদের মতো বিষয় নিয়েও ভাবতে শুরু করেছে বিভিন্ন দেশ। এই অবস্থায় আফগানিস্তান(Afghanistan) নিয়ে বৈঠক করবেন ভারত(India) এবং রাশিয়ার(Russia) জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা শীর্ষ ব্যক্তিরা।
বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন নিকোলাই পাত্রুসেভ। যিনি রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হবে সেই বৈঠক। যে বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আফগানিস্তান। তালিবান জমানায় জঙ্গিরা ভারতের বিমান অপহরণ করে কুখ্যত জঙ্গি মাসুদ আজহারকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। সেই স্মৃতি মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে ভারত-রাশিয়া।
আরও পড়ুন- চীন, ব্রিটেন সহ ৯টি দেশ থেকে কলকাতায় আসতে হলে আরটি-পিসিআর বাধ্যতামূলক
গত ১৫ অগস্ট তালিবান কাবুলের দখল নেয়। রাজধানী শহরের দখল নিতেই প্রায় সমগ্র আফগানিস্তান চলে যায় তালিবানের দখলে। তারপরেই আফগানিস্তান নিয়ে ভারত সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রসিভার সদস্যদের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রধানমন্ত্রীর বাস ভবনে জরুরি বৈঠক করে ভারতের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন- ব্রাহ্মণদের বয়কটের ডাক দিয়ে গ্রেফতার মুখ্যমন্ত্রীর বাবা
গত ১৭ অগস্ট সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বৈঠকে। এরপরে ওই মাসেরই ২৪ তারিখে ফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথোপকথনের সময়েও আলোচিত বিষয় ছিল আফগানিস্তান।