জম্মু ও কাশ্মীর : কাশ্মীরি মহিলার স্বামী পাবেন সেই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট। এর আগে কোনও কাশ্মীরি মহিলা দেশের অন্য কোনও
রাজ্যে বিয়ে করলে তাঁরা এই কেন্দ্র শাসিত অঞ্চলের ডোমিসাইল সার্টিফিকেট পেতে পারতেন না। তবে এবার থেকে দেশের অন্যান্য অঞ্চলের
বাসিন্দা হলেও কাশ্মীরি মহিলার স্বামী পেতে পারবেন ওই শংসাপত্র।