নয়াদিল্লি: বিজেপি সম্পর্কে বরাবরই ঠোঁট কাটা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবারও সংসদে বিজেপির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানান তৃণমূল সংসদ। কিন্তু মহুয়ার অভিযোগ, এদিন সংসদে নিজের বক্তব্য শেষ করার জন্য যে সময় নির্ধারণ করা ছিল, তার আগেই থামিয়ে দেওয়া হয় তাঁকে।
মহুয়া মৈত্র নিজের বক্তব্য শেষ করার জন্য চেয়েছিলেন মাত্র ১৩ মিনিট। কিন্তু লোকসভার স্পিকার তার আগেই তাঁর মাইক বন্ধ করে দেন। নিজের বক্তব্য শেষ করার জন্য স্পিকারকে অনেকবার অনুরোধও জানান মহুয়া। কিন্তু স্পিকার তাঁর অনুরোধ শোনেননি। কথা বলার সময়ও স্পিকার মহুয়ার কাছে জানতে চান যে, তিনি এত রেগে গিয়ে কথা বলছেন কেন ? এতে আপত্তি জানিয়েছেন মহুয়া। সংসদের বাইরে সাংবাদিকদের মহুয়া বলেন, ‘আমি রেগে কথা বলবো, না ভালোবেসে কথা বলবো, না কি দয়া দেখিয়ে কথা বলব, সেটা আমার ব্যাপার। এখানে উনি বলে দেওয়ার কে? বক্তব্য রাখার সময় নিয়মভঙ্গ করলে, সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব স্পিকারের।’
Not my job to hand out laddoos to the BJP pic.twitter.com/GROXo6gOwM
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022
বিজেপিকে তিনি কটাক্ষ করতেও ছাড়ছেন না, এই বিষয়ে মহুয়াকে প্রশ্ন করা হলে,তাঁর পাল্টা প্রশ্ন ছিল, ‘কেন্দ্রীয় সরকারের বিপক্ষে আমায় বসানো হয়েছে কী সরকারকে লাড্ডু খাওয়ানোর জন্য ? না কি প্রতিদিন মালা পরিয়ে কেন্দ্রকে সংবর্ধনা জানানো জন্য আমার দল আমাকে সংসদে পাঠায়? ‘ এদিন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রসঙ্গ তুলে মহুয়া জানান, বিজেপি নেতাজিকে আপন মনে করে অনেক কথা বলছে। কিন্তু তফাৎটা হল, নেতাজি জয়হিন্দ বলতেন। আর কেন্দ্রীয় সরকার বলে জয়শ্রী রাম। মহুয়া আরও জানান যে, নেতাজি বলেছিলেন, ভারতের সব থেকে খারাপ শক্তি হল সাম্প্রদায়িকতা। কিন্তু বিজেপি সেই সাম্প্রদায়িকতাকে প্রাধান্য দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে, যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক বলেই জানান তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র।