লখনউ: বিরোধী কণ্ঠস্বর রোধ করার চেষ্টা এবং সংখ্যালঘুদের নিগ্রহের নানাবিধ অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। আর এই অভিযুক্তদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। এবার তাঁর রাজ্যে পরোয়ানা জারি করল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে। তাও আবার জামিন অযোগ্য ধারায়।
আরও পড়ুন- শহিদ দিবসের প্রাক্কালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
আলোচিত ব্যক্তি হলেন লুইস খুরশিদ। যিনি সালমান খুরশিদের স্ত্রী। কংগ্রেসের প্রবীণ নেতা হলেন সালমান খুরশিদ। যিনি বিভিন্ন সময়ে কেন্দ্রের নানাবিধ গুরুত্বপূর্ণ মন্ত্রক সামাল দিয়েছেন। তাঁর স্ত্রী লুইস একটি স্বেছাসেবী সংস্থা চালাতেন। ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। যা নিয়ে এক সময়ে অনেক জলঘোলা হয়েছিল। প্রায় এক দশক পরে সেই বিষয়টি ফের উঠে এল শিরোনামে।
আরও পড়ুন- যোগী রাজ্যে মহিলার নগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগ
ঘটনাটি ২০১২ সালের। জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্ট নামের একটি স্বেছাসেবী সংস্থার সঙ্গে জড়িয়ে ছিলেন লুইস খুরশিদ। সেই সময়ে ওই সংস্থার পক্ষ থেকে সরকারি সাহায্যে অনেক দুঃস্থ শারীরিক প্রতিবন্ধী মানুষের কাছে হুইলচেয়ার বা সমতুল সামগ্রী তুলে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বহু প্রতিবন্ধী মানুষকে সাহায্য করা হয়েছিল। সেই সামগ্রী বিতরণের ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক অনিয়ম হয়েছিল বলে অভিযগ ওঠে।
লুইস খুরশিদ
সেই সময়ে কেন্দ্রে চলছে কংগ্রেস পরিচালিত দ্বিতীয় ইউপিএ সরকার। আর উত্তরপ্রদেশ শাসন করছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। রাজ্য সরকারের পক্ষ থেকেই লুইস খুরশিদ নেতৃত্বাধীন সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। অযথা প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর স্ত্রী-কে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
আরও পড়ুন- বার্ড ফ্লুতে দেশে প্রথম প্রাণহানি, মৃত কিশোর
তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। জাতীয় এবং রাজ্য রাজনীতি অনেকটা বদলে গিয়েছে। চলতি সপ্তাহে লুইস খুরশিদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে ফতেগড়ের আদালত। সেই জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্টের ঘটনার জন্যেই এই পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনএই।