নয়ডা: এবার বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হল সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর (Supreme Court lawyer) মৃতদেহ। শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডার সেক্টর ৩০-এর একটি বাংলো (Noida bungalow) থেকে উদ্ধার হয় তাঁর দেহ। আইনজীবীর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন মৃতার ভাই। অভিযুক্তের ফোনে আড়ি পেতে বাংলোর গুদামঘর থেকে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ৩৬ ঘণ্টা ধরে ওই গুদামে লুকিয়েছিলেন মৃতার স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনজীবীর নাম রেণু সিনহা, বয়স ৬১ বছর। অভিযুক্ত স্বামীর নাম নিতিননাথ সিনহা। দু’জনেই নয়ডার ওই বাংলোয় থাকতেন। শনিবার রেণুর ভাই পুলিশকে ফোন করে জানান, দু’দিন ধরে রেণুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন করলেও তাঁর ফোন ধরছেন না বলে পুলিশকে জানান তিনি। পুলিশের কাছে বোনের স্বামীকে নিয়ে সন্দেহ প্রকাশও করেন নিতিন। তিনি জানান, তাঁর জামাইবাবুর ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে বিস্ফোরণ হল না, মঙ্গলের অপেক্ষা
এর পরেই রেণু ও তাঁর স্বামীর ফোন ট্র্যাক করে লাস্ট লোকেশন জানে পুলিশ। এরপরই বাড়িতে পৌঁছে পুলিশ তল্লাশি শুরু করে। দরজা ভেঙে ঘরে তল্লাশি করতেই শৌচালয় থেকে রেণুর দেহ উদ্ধার হয়। তাঁর কানে রক্তের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর। ডিসিপি হরিশ চন্দ্র জানিয়েছেন, রেণুর ভাই জানিয়েছেন, বাড়ি বিক্রি নিয়ে ওই দম্পতির মধ্যে ঝামেলা চলকতেই থাকত। নিতিন বাড়ি বিক্রি করতে চাইতেন। এক ক্রেতার থেকে আগাম টাকাও নিয়েছিলেন। কিন্তু রেণু ওই বাড়ি করতে চাননি। এ কারণেই রেণুকে খুন করা হয়েছে বলে দাবি মৃতার ভাইয়ের। যদিও ময়নাতদন্তের পর কীভাবে রেণুর মৃত্যু হল এবং খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সে বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।