ওয়েব ডেস্ক: কেটে গিয়েছে এক মাস, এখনও ছন্দে ফেরেনি ছবি মতো সুন্দর পহেলগাম (Pahalgam)। জঙ্গি হামলার (Terror Attack) ছাপ আজও সেখানে স্পষ্ট। গত ২২ এপ্রিল বৈসরন এলাকায় সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। তারপর থেকে এক এক করে কেটে গিয়েছে ৩০ দিন। তা সত্ত্বেও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি এই শান্তিপ্রিয় পাহাড়ি জনপদ। চারপাশ নিস্তব্ধ, নেই পর্যটকদের (Tourist) কোলাহল, আর সেই কারণেই বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
প্রতি বছর এই সময় পহেলগামে পর্যটকদের ভিড় লেগেই থাকে। হোটেল, দোকান, রেস্তোরাঁ—সবকিছুই জমজমাট থাকে। কিন্তু এবারে চিত্র সম্পূর্ণ উল্টো। প্রায় সব হোটেল এখনও ফাঁকা, বাজারে নেই কোনো হাঁকডাক। পর্যটকশূন্য পহেলগাম যেন হয়ে উঠেছে একটি ভূতের শহর।
আরও পড়ুন: ফের সেনা-জঙ্গি সংঘর্ষ ভূ-স্বর্গে
হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা থাকলেও, এখন সেই পরিস্থিতিও অনেকটা শান্ত। কিন্তু আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না পর্যটকরা। জম্মু-কাশ্মীরের স্থানীয় পর্যটকরাও পহেলগামমুখী হচ্ছেন না। এর ফলে পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে হতাশা।
স্থানীয়রা চাইছেন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আবারও পহেলগামকে ফিরিয়ে আনা হোক তার পুরনো চেনা রূপে—যেখানে গৃহস্থালি চলত পর্যটকদের ভরসায়, আর পাহাড়ের গা বেয়ে ছড়িয়ে পড়ত হাসি আর জীবনের শব্দ। এখন পহেলগামের মানুষ চাইছেন শান্তি ও স্বাভাবিকতা। তাঁরা চায়, পাহাড়ি সৌন্দর্যের টানে আবারও ছুটে আসুক মানুষ। কারণ পহেলগাম শুধুই একটি দর্শনীয় স্থান নয়, এটি অনেক মানুষের বেঁচে থাকার শেষ আশ্রয়।
দেখুন আরও খবর: