ওয়েব ডেস্ক: রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে (Pakistan) কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) প্রত্যাঘাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) বিবরণ দিয়ে তিনি সদর্পে বলেন, “সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব।” সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদি আরও জানান যে, পহেলগাম হামলার পর ১৪০ কোটি ভারতীয় আহত হয়েছিল।
বৃহস্পতিবার মোদির বক্তব্যে পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়টিও সামনে আসে। তবে পাক অধিকৃত কাশ্মীর ছাড়া (POK) পাকিস্তানের সঙ্গে আরও কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দেন মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বা আলোচনা – কোনওটাই হবেনা।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়, তাহলে সেটা পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।”
আরও পড়ুন: সিঁদুর বারুদে পরিণত হলে কী হয়, গোটা বিশ্ব দেখেছে: নরেন্দ্র মোদি
এছাড়াও এদিন পাকিস্তানকে নিশানা করে মোদি বলেন, “যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে।” পাশাপাশি এই অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
এদিন মোদি ‘অপারেশন সিঁদুর’-এর বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, “আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ। যার নাম অপারেশন সিঁদুর। যারা নিজেদের অস্ত্রে গর্ব করত, আজ তারা হতাশায় ভুগছে।”
দেখুন আরও খবর: