ওয়েবডেস্ক- দিল্লিতে (Delhi ) এনডিএ বৈঠক(NDA Meeeting) থেকেই শুরু হয়ে গেল বিহার ভোটের (Bihar Vote) প্রস্তুতি। অপারেশন সিঁন্দুরের (Operation Sindur) পরে এদিনের জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এর এই বৈঠক ছিল তাৎপর্যপূর্ণ। দিল্লির অশোকা হোটেলে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই বৈঠকে ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও ১৮ জন উপ মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।
এই দিনের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হল জাতীয় নিরাপত্তায় দৃঢ় পদক্ষেপ, জাতি ভিত্তিক জনসুমারি নিয়ে প্রস্তাব গ্রহণ, ও আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি।
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) পাশে এক টেবিলেই ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। জাতিগত জনগণনাকে সমর্থন জানিয়েছেন নীতীশ।
আরও পড়ুন-অপারেশন সিঁন্দুরের পর NDA বৈঠক, কী জানালেন নরেন্দ্র মোদি
এই প্রস্তাবকে বিহারের জাতপাতের রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিহার নির্বাচনের আগে এনডিএ বৈঠক বিজেপি ও তার মিত্রদের কাছে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বৈঠকে জাতীয় ঐক্য ও নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। এই বৈঠকে অপারেশন সিঁন্দুরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহসী নেতৃত্বের প্রশংসা করে একটি প্রস্তাব পাস করা হয়।
শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রস্তাবিত প্রস্তাবে বলেন, অপারেশন সিঁন্দুর ভারতীয়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তিনি সর্বদা সশস্ত্র বাহিনীর এই প্রত্যাঘাকে সমর্থন জানিয়েছেন। সেইসঙ্গে শিন্ডে বলেন, এই প্রত্যাঘাত সন্ত্রাসবাদী ও তাদের যারা লালন পালন করে তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
দেখুন আরও খবর-