নয়াদিল্লি: ইউটিউব থেকে মাসিক চার লক্ষ টাকা আয় করেছেন কেন্ত্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। শুক্রবার এমন তথ্যই সামনে এল। নিজের নামে একটি ইউটিউব ভিডিও রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। ইউটিউবে দিল্লি-মুম্বই এক্সপ্রেস হাইওয়ের কর্মকাণ্ড সহ অন্যন্য প্রকল্পের তথ্য বিস্তারিত তুলে ধরেছিলেন তিনি। নিয়মিত এপিসোড করে একটি ফ্যানবেসও ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন নীতিন গড়কড়ি।
করোনা অতিমারি সময় দেশ জুড়ে চলছিল লকডাউন। সেই সময় তিনি মূলত দুটি কাজ করেছিলেন বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রথমত, বাড়ির হেঁশেলে রান্নাতে হাত পাকিয়েছিলেন এবং দ্বিতীয়ত কমপক্ষে ৯৫০ টি অনলাইনে ভাষণ দেন তিনি। যেখানে দেশ-বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও তাঁর ‘ভিউয়ার্স’ ছিল বলে দাবি তাঁর। সেই ভিডিওগুলিকে পরে আপলোড করা হয় ইউটিউবে।
আরও পড়ুন: যোগীর বিরুদ্ধে মামলা করায় মৃত্যুর হুমকি পাচ্ছেন সমাজকর্মী
নিতিন গড়কড়ির ইউটিউব চ্যানেল
কেন্দ্রীয় মন্ত্রীর এই নিয়মিত ‘ইউটিউব চর্চা’ তাঁর লক্ষীর ভাণ্ডারকে আরও ভরপুর করেছে বলে জানান তিনি। ইউটিউব ভিডিওতে তিনি এও বলেছেন ‘এই দেশে কেউ ভাল কাজ করলে তিনি কখনওই প্রশংসিত হন না। ‘ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ‘বিকাশ’কে বোঝাতেই কি তিনি এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন? তা নিয়ে জল্পনা চলেছে নেট দুনিয়ায়। জল্পনা যাইহোক না কেন, প্রতিটি ভিডিওতে লাইক আর সাবস্ক্রিপশন কিন্তু ছাড়িয়ে গিয়েছে কয়েক হাজারের গণ্ডি।
Nitin Gadkari Gets Rs 4 Lakh Royalty Per Month For YouTube Lecture Videos https://t.co/CwYkjSuuCX pic.twitter.com/BcztfvaJuK
— NDTV News feed (@ndtvfeed) September 17, 2021
আরও পড়ুন: সিধুকে ‘পঞ্জাব রাজনীতির রাখি সাওয়ান্ত’ বলে কটাক্ষ, আপ নেতার মন্তব্যের বিরোধিতা
ইউটিউবের মাধ্যমে সড়ক নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নের গুরুত্ব নেটিজেনদের সামনে তুলে ধরেন তিনি। গুজরাতের ৪২৩ কিলোমিটার সড়ক পরিকাঠামো নির্মাণে ৩৫ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগের তথ্যটিও ইউটিউব মারফত জানিয়েছেন নিতিন গড়কড়ি।