ওয়েবডেস্ক- ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নিপা ভাইরাস (Nipah virus) । কেরলে (Kerala) সতর্কতা (Alert) জারি করা হয়েছে। তিনটি জেলায় দুজন এই ভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া গেছে। এই তিনটি জেলা হল কোঝিকোড়ে, মাল্লাপুরম, পালাক্কাড়।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ (Kerala Health Minister Veena George ) জানিয়েছেন, নিপা ভাইরাসের সন্দেহভাজন কেসগুলি আসছে মাল্লাপুরম ও পালাক্কাড় জেলা থেকে। দুজনের শরীরে এই ভাইরাসের শনাক্ত হওয়ার খবর পাওয়ার পর তিনটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। নমুনা সংগ্রহ করে আরও নিশ্চিত হওয়ার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (এনআইভি) পাঠানো হয়েছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) দেশের একমাত্র ল্যাব যেখানে নিপা ভাইরাসের কালচার করা হয়।
সংক্রমণ আটকাতে জেলা জুড়ে ২৬টি কমিটি গঠন করা হয়েছে। একটি যোগাযোগ তালিকা তৈরি করতে পুলিশের সহায়তা চাওয়া হবে এবং রাজ্য ও জেলা পর্যায়ের হেল্পলাইনগুলি সক্রিয় করা হবে। জেলা কালেক্টরদের প্রয়োজনে কন্টেনমেন্ট জোন (Containment zone) ঘোষণার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। নিপা ভাইরাসের লক্ষণগুলি হল জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, বমি, গলা ব্যথা, মাথা ঘোরা, চেতনার পরিবর্তন এবং অস্বাভাবিক নিউমোনিয়া। নিপা ভাইরাস রোগ (NiVD) এর মৃত্যুর হার ৫০ শতাংশ, যা এটিকে সবচেয়ে বিপজ্জনক ভাইরাল রোগগুলির মধ্যে একটি।
উল্লেখ্য, নিপা ভাইরাস (Nipah Virus) হল একটি জুনোটিক ভাইরাস। এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে এবং গুরুতর অসুস্থতার কারণ হতে পারে, যার মধ্যে রয়েছে এনসেফালাইটিস এবং মৃত্যু। মালয়েশিয়ার সুঙ্গাই নিপাহ গ্রাম থেকে এই ভাইরাসটির আবির্ভাব। ১৯৯৮ সালে প্রথম শনাক্ত করা হয়েছিল।
দেখুন আরও খবর-