ওয়েব ডেস্ক: পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলা! তাতে নিহত ২৫ জন পর্যটক। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে চলছে তদন্ত। পাশাপাশি, জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকেও চলছে তদন্ত। তবে এবার তদন্তভার পুরোপুরি হস্তান্তর হয়েছে এনআইএর (NIA) হাতে।
ইতিমধ্যেই নিহতদের বাড়িতে গিয়ে এনআইয়ের পক্ষ থেকে চলছে তদন্ত।
আরও পড়ুন: ৩ সেনাপ্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মোদি, এবার কী হবে?
বাংলা থেকে নিহত হয়েছেন ৩জন পর্যটক। সেই মত আজ কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের অফিসাররা পৌঁছে যান ঝালদায়, মণীশ রঞ্জন মিশ্রর বাড়িতে। তদন্তে ঝালদায় যান শীর্ষ তদন্তকারী সংস্থা NIA এর তিন জানার একটি দল, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ।
এনআইএ তদন্তকারীরা এদিন ঝালদায় গিয়ে তদন্ত করেন। জানতে চান কত জন এসেছিল। তাদের সাথে কি ছিল। সমস্ত বিষয়ে খোঁজ নিতে তাদের আশা বলে মনে করছেন পরিবার |
কথা বলেন ঘটনার প্রত্যোকদর্শী নিহতের স্ত্রী জয়া মিশ্রা ও ছেলের সাথে। তদন্তের প্রায় পৌনে দুই ঘন্টা পর বেড়িয়ে যান NIA-আধিকারিকরা।
দেখুন অন্য খবর