কলকাতা: উৎসবের মরসুমে ফের বাড়ল জ্বালানির দাম। পেট্রোল-ডিজেল ছাড়াও শুক্রবার একধাক্কায় ৪৩ টাকা বেড়েছে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। দিল্লিতে এই সিলিন্ডারের দাম হয়েছে ১৭৩৬ টাকা। কলকাতায় দাম বেড়েছে ৩৫ টাকা। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সাধারণত প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সংশোধন করে।
তবে কিছুটা স্বস্তি দিয়ে অপরিবর্তিত রইল গৃহস্থ বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় সেপ্টেম্বরেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছিল ৯১১ টাকা। আপাতত সেই দামেই মিলছে সিলিন্ডার। বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়িয়েছে সংস্থাগুলি। ৭৩ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৭০ টাকা ৫৯ পয়সা।
আরও পড়ুন: ২৫ টাকা বেড়ে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ৯১১
পুজোর সময় বাণিজ্যিক রান্নার গ্যাসের চাহিদা অনেকটাই বেশি থাকে। তার মধ্যে দাম বাড়ানোয় ব্যবসায়ীদের মাথায় চিন্তার ভাঁজ। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বহু বার সরব হয়েছেন বিরোধীরা। করোনা পরিস্থিতিতে অনেক মানুষের রোজগার নেই। জিনিসপত্রের দাম বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তবে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কার্যত চুপ রয়েছে কেন্দ্রীয় সরকার।
উৎসবের মরসুমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে রেস্তরাঁ, খাবারনের দোকানগুলিতেও দাম বাড়তে পারার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৫ পয়সা ও ডিজেল দাম প্রতি লিটারে বেড়েছে ৩০ পয়সা। কলকাতা পেট্রোলের দাম ১০২ টাকা ৪৭ পয়সা এবং ডিজেলের দাম ৯৩ টাকা ২৭ পয়সা।
আরও পড়ুন: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার